ময়মনসিংহ প্রতিনিধিঃ
চল্লিশ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মেসার্স এমকেডি ইটভাটা মালিক মো. দিদার খানের কাছ থেকে স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নিয়ে শেয়ার লিখে নেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় প্রশাসনের কাছে অভিযোগ করে বিচার না পেয়ে ভুক্তভোগী ইটভাটা মালিক ময়মনসিংহ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন।
জানা যায়, উপজেলার ধাইরগাঁও গ্রামের এমকেডি নামে একটি ইটভাটা স্থাপন করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন মো. দিদার মিয়া। দেশে চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে হাটপাড়া গ্রামের আবু নাছের খান, শামছুল ইসলাম ফারুক ও রমিজ উদ্দিন গংরা ৪০ লাখ টাকা চাঁদা দাবি করে ওই ইটভাটা মালিকের কাছে। চাঁদা না দেওয়ার আবু নাছের খান, শামছুল ইসলাম ফারুক ও রমিজ উদ্দিন গংরা সাম্প্রতি মেসার্স এমকেডি ইটভাটা অফিসে হামলা চালায়। পরে তারা নানা ভয়ভীতির মাধ্যমে নন জুডিশিয়াল স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর করে অর্ধেক শেয়ার লিখে নেয়।