শহিদুল ইসলাম: ধনবাড়ী প্রতিনিধি
“বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, রাসুলের দুশমনেরা হুশিয়ার সাবধান” এই স্লোগানটিকে সামনে রেখে সম্প্রতি ভারতীয় পুরোহিত কর্তৃক ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে কটূক্তিমূলক মন্তব্যের প্রতিবাদ ও ভারতের হিন্দু পুরোহিত ও বিজেপি নেতার শাস্তির দাবিতে ধনবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোববার (৩০ সেপ্টেম্বর) বাদ জহুর নামাজের পর ‘আয়োজক হেরার জ্যোতি যুব সংঘ এর ব্যানারে টাঙ্গাইলের ধনবাড়ী কেন্দ্রীয় ঈদগা মাঠ থেকে ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’ স্লোগানে বিক্ষোভ মিছিলটি বের হয়। বিক্ষোভকারী শিক্ষার্থী ও তৌহিদী জনতা ও হেরার জ্যোতি যুব সংঘের মিছিলে ‘বিশ্ব নবীর অপমান, রুখে দিবে মুসলমান’, ‘বিশ্বের মুসলিম এক হও, লড়াই করো’, ‘বিশ্ব নবীর অপমান, সইবে নারে মুসলমান’, ‘তোমার নেতা আমার নেতা, বিশ্বনবী মোস্তফা (সা:)’,‘সবাই মিলাই হাতে হাত, মোরা রাসূলের উম্মাত’ সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ধনবাড়ী কেন্দ্রীয় ঈদগা মাঠে ফিরে এসে সমাবেশ করে।
সমাবেশে বিভিন্ন অঙ্গনের নেতারা বলেন, ভারতে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তিকারীদের ফাঁসি চাই। আমাদের নবীকে অপমান মেনে নেবো না। অতিদ্রুত কটূক্তিকারীদের গ্রেফতার করতে হবে। আজ আমরা প্রতিবাদ করছি, কাল দেশের প্রতিটি ধর্মপ্রাণ মুসলমান কটূক্তির প্রতিবাদ করবে। কোনো ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করার শিক্ষা দেয় না। মানবতার শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ (সাঃ)-কে অপমান করা মানবতাবাদী আদর্শকে অপমান করা। প্রকৃত মুমিনরা কখনও উগ্রবাদকে ছাড় দেয় না। রাসূল (সা.) নিয়ে যারা কটূক্তি করে তারা গোটা মুসলিম উম্মার দুশমন। পৃথিবীর মুসলিমরা তাদের শরীরে একবিন্দু রক্ত থাকতে এই কটূক্তির অপমান সহ্য করবে না।
ভারতীয় পণ্ডিত ও বিজেপি নেতার এই ধৃষ্টতাপূর্ণ মন্তব্যের জন্য মুসলিম উম্মার কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান বক্তারা ।
বিক্ষোভে অংশ নেয়া তৌহিদী জনতা ও শিক্ষার্থীরা বলেন, ভারতের বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় রাসূল (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেছেন। এতে রাজ্যের এক বিজেপি নেতা সমর্থন দিয়েছেন। এছাড়াও মসজিদে ঢুকে মুসলিমদের ওপর হামলা চালানোর হুমকিও দিয়েছেন ঐ কট্টর হিন্দুত্ববাদী নেতা।
বিক্ষোভে অংশ নেয়া তৌহিদী জনতা ও শিক্ষার্থীরা আরো বলেন, আমরা তাদের শাস্তির দাবি জানাই এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি আপনারা ক্ষমতায় আছেন, আপনাদের রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রকাশ করতে হবে। ভারতের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিবাদ জানাতে হবে।