বিনোদন প্রতিবেদক
মানুষের বহমান জীবন তাও কেবল গানকে কেন্দ্র করে। গানকে ধারণ করে আপাদমস্তক ছুটে চলা স্বাপ্নিক এক জীবন নদী বয়ে গেলেন বাংলাদের দেশের বিজয় সরকার।
অকপটে শুধু গান নিয়েই একটা জীবন কাটিয়ে দিলেন।
জীবনের যত হিসেব-নিকেশ, দুঃখ – সুখ, বিরহ, বেদনা শুধু গানের মাঝেই খুঁজে নিলেন যত গল্প। বলা যায়, তার কাছে গানই হয়ে উঠেছিল-জীবনের আরেক নাম; প্রাণভোমরা। শৈশব থেকেই গান মিশে যায় তার প্রাণের স্পন্দনে।
বাংলা গানের শব্দ উচ্চারণে, সুর আর সঙ্গীতের মধ্যেই নিজের শেকড়, দেশ,মা,মাটিকে খুঁজে পান এই আত্মমগ্ন গুণী সংগীতজ্ঞ বিজয় সরকার৷
বিজয় সরকার, যাঁর সুরের ধারা বাতাশে ঘুরে বেড়ায় দেশ বিদেশ। কী এপার বাংলা, কী ওপারবাংলা, দুই বাংলাতেই তিনি সমানভাবে পরিচিত এক সংগীতস্রষ্টা।
বিজয় সরকার আপাদমস্তক একজন বাংলা গানের পাখি। এই পাখির সুর পৌঁছে যাচ্ছে নর্থ আমেরিকার ফ্লোরিডা থেকে নিউইয়র, কানাডা, ইন্ডিয়া, সিঙ্গাপুর, এমনকি উইরোপে।
তাঁর গানের মাধ্যমে মানুষ আরাম খুঁজে পায়, শ্রান্তি খুঁজে পায়,মনকে হারিয়ে ফেলার উন্মাদনা খুঁজে যায়। যাঁর গান মানুষের হৃদয়কে ছুঁয়ে যায়। অনুভূতিতর স্পর্শ করে যায়।