মুলাদী প্রতিনিধিঃ
মুলাদী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজীত শারদীয় দুর্গা পুজা উৎযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় মুলাদী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি পরাগ সাহা, থানা অফিসার ইনচার্জ জাকারিয়া, থানা তদন্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মামুন হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবু সালেহ, সহকারী সেক্রেটারী মোতালেব হোসেন, উপজেলা ইসলামী আন্দোলন সভাপতি এফ এম মাইনুল ইসলাম, উপজেলা আনসার বিভিডি কর্মকর্তা ইয়াসমিন, উপজেলা পুজা উৎযাপন কমিটির সভাপতি তাপস মজুমদার সহ উপজেলার সকল পুজা মন্ডব পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ। এসময় সকল পুজা মন্ডবে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশনা প্রদান করা সহ প্রতিটি মন্দিরের জন্য ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়।