উজ্জ্বল কুমার দাস (কচুয়া, বাগেরহাট) প্রতিনিধি।।
এবছর কচুয়া উপজেলায় মোট ৪৪ টি মন্দিরে শারদীয় দুর্গা উৎসব পালিত হবে। দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও বাংলাদেশ পূজা উদযাপন ঐক্য ফ্রন্টের নেতাকর্মীরা ধারাবাহিকভাবে বিভিন্ন মন্দির পরিদর্শন করছেন।
ইতিমধ্যে বাংলাদেশ পূজা উদযাপন ঐক্য ফ্রন্টের সভাপতি নিত্য রঞ্জন ঘোষ সহ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপজেলার গজালিয়া, ধোপাখালী, মঘিয়া, কচুয়া, গোপালপুর ও বাঁধালের বিভিন্ন মন্দির পরিদর্শন কালে নির্ভয়ে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন করার জন্য সকল ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।