বাংলাদেশ ১০:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :

সাংবাদিক নিয়োগ চলছে,, সাংবাদিক নিয়োগ চলছে,,০১৯৯৯-৯৫৩৯৭০, ০১৭১২-৪৪৬৩০৬,০১৭১১-০০৬২১৪ সম্পাদক

     
ব্রেকিং নিউজ ::
শ্রীমঙ্গলে আড়াই বছরের প্রতিবন্ধী শিশুকে বিষ খাইয়ে হত্যা কালকিনিতে স্ত্রীর জন্য শিক্ষকদের কাছে ভোট চাওয়ার অভিযোগ সরকারী কর্মকর্তার বিরুদ্ধে উপজেলা নির্বাচন- ঠাকুরগাঁওয়ে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা নব-নির্বাচিত ময়না চেয়ারম্যানকে গণসংবর্ধনা রাবি শিক্ষার্থী জিসানের শতাধিক নিরীক্ষাধর্মী ছবি নিয়ে একক শিল্পকর্ম প্রদর্শনী রাবি সায়েন্স ক্লাবের ” Win the Career Race” কর্মশালার আয়োজন অনিয়মের অভিযোগে ইটভাটায় অর্থদন্ড করে ভ্রাম্যমাণ আদালত রাবিতে শুরু হল দুই দিনব্যাপী আরিইউসিসি জব ফেয়ার কেন্দ্রীয় ম‌হিলা আওয়ামী লীগের সাংগঠ‌নিক সৈয়দা রা‌জিয়া মোস্তফা’র পৈত্রিক বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড যতদিন বাচবো মুলাদীর মানুষের সাথে থাকবো-মিঠু খান মির্জাগঞ্জের উপজেলা নির্বাচনে, প্রতিশ্রুতি নিয়ে ভোটের মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন প্রার্থীরা কয়রায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আট বছরের ঘুমন্ত শিশুকে কোলে করে ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষনের চেষ্টা নাগরপুরে নবনির্বাচিত শিক্ষক সমিতির নেতাদের সাথে মতবিনিময় করলেন – পান্না সিলেট আসার পথে দুর্ঘটনায় ব্যান্ড শিল্পী আহসান তানভীর পিয়াল নিহত।

র‌্যাব পরিচয়ে ডাকাতি; র‍্যাবের হাতে গ্রেফতার ডাকাত সর্দার ও তার সহযোগী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৫২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪
  • ১৬০৫ বার পড়া হয়েছে

র‌্যাব পরিচয়ে ডাকাতি; র‍্যাবের হাতে গ্রেফতার ডাকাত সর্দার ও তার সহযোগী

 

 

নিজস্ব প্রতিবেদক

“র‌্যাব পরিচয়ে ডাকাতি; র‍্যাব-১১, নারায়ণগঞ্জ এর হাতে গ্রেফতার ডাকাত সর্দার ও তার সহযোগী”। র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দায়িত্বপূর্ণ এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড দমনের লক্ষ্যে র‌্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও আইনের আওতায় আনার জন্য নিয়মিত সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে থাকে।

গত ২৩/০৪/২০২৪ ইং তারিখ সকাল অনুমান ০৯.৪৫ ঘটিকার সময় নুরুজ্জামান ও তার প্রবাসী দুই বন্ধু মিলে দুবাই হতে আনা কসমেটিকস্; এবং ১০ ভরী ওজনের একটি স্বর্ণের বার বিক্রয় করে এবং বন্ধুর কাছ থেকে টাকা ধার নিয়ে ঢাকা থেকে এশিয়া ট্রান্সপোর্ট নামক একটি বাস যোগে তার নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়।

পথিমধ্যে গাজারিয়া থানাধীন ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি সাকিনস্থ ঢাকা- চট্টগ্রামগামী লেনে পৌছা মাত্র পিছন দিক থেকে আসা অজ্ঞাতনামা ৫/৬ জন লোকসহ একটি সাদা রংয়ের হায়েস গাড়ি আসিয়া এশিয়া ট্রান্সপোর্ট বাসটির সামনে দিয়ে গতি রোধ করে র‌্যাব পরিচয় দিয়ে বাদীর নিকট হতে ৩০০ গ্রাম স্বর্ণলাংকার যার অনুমানিক মূল্য ২৮,০০,০০০/- (আঠাশ লক্ষ) টাকাসহ সর্ব মোট ৪৫,০০,০০০/- (পঁয়তাল্লিশ লক্ষ) টাকা ডাকাতি করে।

পরবর্তীতে বাদী নুরুজ্জামান (৪৩), পিতা-আবুল হোসেন, সাং-মজিদপুর, থানা-তিতাস, জেলা-কুমিল্লা, গত ২৬/০৪/২০২৪ ইং তারিখ গজারিয়া থানায় হাজির হইয়া অজ্ঞাতনামা ৫/৬ জন আসামীর বিরুদ্ধে একটি ডাকাতি মামলার এজাহার দায়ের করে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-১১, নারায়ণগঞ্জ এ বিষয়ে ছায়া তদন্ত শুরু করে।

গত ০৪ মে ২০২৪ ইং তারিখ গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১ , সিপিসি-১, নারায়ণগঞ্জ ও র‌্যাব-১, সিপিএসসি, গাজীপুর এর একটি চৌকস যৌথ আভিযানিক দল জিএমপি সদর থানাধীন ভারারুল চৌরাস্তা বাজার ও জিএমপি গাছা থানাধীন কুনিয়া তারাগাছ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১। মোঃ জালাল উদ্দিন @ রবিউল (৪২), পিতা- মৃত হাসান আলী, মাতা- মৃত সায়েরা খাতুন, সাং- কুসুমদীয়া, থানা- কাশিয়ানি, জেলা- গোপালগঞ্জ ও ২। মোঃ খোকন ঢালী (৩২), পিতা- ইউসুফ ঢালী, মাতা- মোসাঃ কহিনুর বেগম, সাং-ভাংগা, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালী’দ্বয়কে তদন্তকারী কর্মকর্তার অধিযাজন পত্র মূলে জিএমপি সদর থানাধীন ভারারুল চৌরাস্তা বাজার ও জিএমপি গাছা থানাধীন কুনিয়া তারাগাছ এলাকা হতে ০৪/০৫/২০২৪ ইং তারিখ গ্রেফতার করতে সক্ষম হয়। আসামী মোঃ জালাল উদ্দিন @ রবিউল (৪২) সে ডাকাত দলের সর্দার এবং মোঃ খোকন ঢালী (৩২) সে ডাকাত দলের সহযোগী।

উল্লেখ্য যে, গত ২৮/০৪/২০২৪ ইং তারিখ গাজারিয়া থানা পুলিশ কর্তৃক ধৃত আসামীর দেওয়া তথ্য মতে আসামী মোঃ জালাল উদ্দিন @ রবিউল এর বসত বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার চর চাপড়া ৮নং ওয়ার্ড এ অভিযান পরিচালনা করে সরকারী কর্মচারীর ভুয়া পরিচয়ে, পোশাক পরিধান, খেলনা পিস্তল, সিগন্যাল লাইট, ওয়াকিটকি সেট, বিভিন্ন কোম্পানীর অব্যবহৃত সীম, র‌্যাব মনোগ্রাম সম্বলিত কটি ও মাস্ক, র‌্যাবের মনোগ্রাম সম্বলিত বোর্ড, কালো মুখোশ, গাড়ীর নাম্বর প্লেট, মহাপরিচালক এসএসএফ লেখা ০১ টি বক্স সীল, ০১ টি প্লাষ্টিকের বাঁশি উদ্ধার করতে সক্ষম হয়।

পরবর্তীতে আসামীদের কাছে জিজ্ঞাসাবাদে জানাযায় যে, তারা সংঘবদ্ধ ডাকাত দলের নেতা ও সদস্য। পিসিপিআর যাচাই করে আসামী মোঃ জালাল উদ্দিন @ রবিউল এর বিরুদ্ধে (ক) জামালপুর জেলার সরিষাবাড়ী থানায় এফআইআর নং-১৫/১৬০, তারিখ-২৭/১০/২০২০, (খ) কুমিল্লা জেলার দাউদকান্দি থানার এফআইআর নং- ০৩/১২৮, তারখি- ০৩/০৬/২০২২ ইং ধারা-৩৬ (১) মাদক মামলা, (গ) ডিএমপি রামাপুরা থানার এফআইআর নং-১৫, তারিখ-১৫/০৪/২০২৩, ধারা- ১৭০/১৭১/৩৯৯/ ৪০২/৩৪ পেনাল কোড ১৮৬০, মামলা রুজু রয়েছে। আসামী মোঃ খোকন ঢালী (৩২) এর বিরুদ্ধে ডিএমপি রামাপুরা থানার এফআইআর নং-১৫, তারিখ-১৫/০৪/২০২৩, ধারা-১৭০/১৭১/৩৯৯/৪০২/৩৪ পেনাল কোড ১৮৬০ মামলা রুজু রয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

 

আপলোডকারীর তথ্য

Banglar Alo News

hello
জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে আড়াই বছরের প্রতিবন্ধী শিশুকে বিষ খাইয়ে হত্যা

র‌্যাব পরিচয়ে ডাকাতি; র‍্যাবের হাতে গ্রেফতার ডাকাত সর্দার ও তার সহযোগী

আপডেট সময় ১২:৫২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪

 

 

নিজস্ব প্রতিবেদক

“র‌্যাব পরিচয়ে ডাকাতি; র‍্যাব-১১, নারায়ণগঞ্জ এর হাতে গ্রেফতার ডাকাত সর্দার ও তার সহযোগী”। র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দায়িত্বপূর্ণ এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড দমনের লক্ষ্যে র‌্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও আইনের আওতায় আনার জন্য নিয়মিত সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে থাকে।

গত ২৩/০৪/২০২৪ ইং তারিখ সকাল অনুমান ০৯.৪৫ ঘটিকার সময় নুরুজ্জামান ও তার প্রবাসী দুই বন্ধু মিলে দুবাই হতে আনা কসমেটিকস্; এবং ১০ ভরী ওজনের একটি স্বর্ণের বার বিক্রয় করে এবং বন্ধুর কাছ থেকে টাকা ধার নিয়ে ঢাকা থেকে এশিয়া ট্রান্সপোর্ট নামক একটি বাস যোগে তার নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়।

পথিমধ্যে গাজারিয়া থানাধীন ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি সাকিনস্থ ঢাকা- চট্টগ্রামগামী লেনে পৌছা মাত্র পিছন দিক থেকে আসা অজ্ঞাতনামা ৫/৬ জন লোকসহ একটি সাদা রংয়ের হায়েস গাড়ি আসিয়া এশিয়া ট্রান্সপোর্ট বাসটির সামনে দিয়ে গতি রোধ করে র‌্যাব পরিচয় দিয়ে বাদীর নিকট হতে ৩০০ গ্রাম স্বর্ণলাংকার যার অনুমানিক মূল্য ২৮,০০,০০০/- (আঠাশ লক্ষ) টাকাসহ সর্ব মোট ৪৫,০০,০০০/- (পঁয়তাল্লিশ লক্ষ) টাকা ডাকাতি করে।

পরবর্তীতে বাদী নুরুজ্জামান (৪৩), পিতা-আবুল হোসেন, সাং-মজিদপুর, থানা-তিতাস, জেলা-কুমিল্লা, গত ২৬/০৪/২০২৪ ইং তারিখ গজারিয়া থানায় হাজির হইয়া অজ্ঞাতনামা ৫/৬ জন আসামীর বিরুদ্ধে একটি ডাকাতি মামলার এজাহার দায়ের করে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-১১, নারায়ণগঞ্জ এ বিষয়ে ছায়া তদন্ত শুরু করে।

গত ০৪ মে ২০২৪ ইং তারিখ গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১ , সিপিসি-১, নারায়ণগঞ্জ ও র‌্যাব-১, সিপিএসসি, গাজীপুর এর একটি চৌকস যৌথ আভিযানিক দল জিএমপি সদর থানাধীন ভারারুল চৌরাস্তা বাজার ও জিএমপি গাছা থানাধীন কুনিয়া তারাগাছ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১। মোঃ জালাল উদ্দিন @ রবিউল (৪২), পিতা- মৃত হাসান আলী, মাতা- মৃত সায়েরা খাতুন, সাং- কুসুমদীয়া, থানা- কাশিয়ানি, জেলা- গোপালগঞ্জ ও ২। মোঃ খোকন ঢালী (৩২), পিতা- ইউসুফ ঢালী, মাতা- মোসাঃ কহিনুর বেগম, সাং-ভাংগা, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালী’দ্বয়কে তদন্তকারী কর্মকর্তার অধিযাজন পত্র মূলে জিএমপি সদর থানাধীন ভারারুল চৌরাস্তা বাজার ও জিএমপি গাছা থানাধীন কুনিয়া তারাগাছ এলাকা হতে ০৪/০৫/২০২৪ ইং তারিখ গ্রেফতার করতে সক্ষম হয়। আসামী মোঃ জালাল উদ্দিন @ রবিউল (৪২) সে ডাকাত দলের সর্দার এবং মোঃ খোকন ঢালী (৩২) সে ডাকাত দলের সহযোগী।

উল্লেখ্য যে, গত ২৮/০৪/২০২৪ ইং তারিখ গাজারিয়া থানা পুলিশ কর্তৃক ধৃত আসামীর দেওয়া তথ্য মতে আসামী মোঃ জালাল উদ্দিন @ রবিউল এর বসত বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার চর চাপড়া ৮নং ওয়ার্ড এ অভিযান পরিচালনা করে সরকারী কর্মচারীর ভুয়া পরিচয়ে, পোশাক পরিধান, খেলনা পিস্তল, সিগন্যাল লাইট, ওয়াকিটকি সেট, বিভিন্ন কোম্পানীর অব্যবহৃত সীম, র‌্যাব মনোগ্রাম সম্বলিত কটি ও মাস্ক, র‌্যাবের মনোগ্রাম সম্বলিত বোর্ড, কালো মুখোশ, গাড়ীর নাম্বর প্লেট, মহাপরিচালক এসএসএফ লেখা ০১ টি বক্স সীল, ০১ টি প্লাষ্টিকের বাঁশি উদ্ধার করতে সক্ষম হয়।

পরবর্তীতে আসামীদের কাছে জিজ্ঞাসাবাদে জানাযায় যে, তারা সংঘবদ্ধ ডাকাত দলের নেতা ও সদস্য। পিসিপিআর যাচাই করে আসামী মোঃ জালাল উদ্দিন @ রবিউল এর বিরুদ্ধে (ক) জামালপুর জেলার সরিষাবাড়ী থানায় এফআইআর নং-১৫/১৬০, তারিখ-২৭/১০/২০২০, (খ) কুমিল্লা জেলার দাউদকান্দি থানার এফআইআর নং- ০৩/১২৮, তারখি- ০৩/০৬/২০২২ ইং ধারা-৩৬ (১) মাদক মামলা, (গ) ডিএমপি রামাপুরা থানার এফআইআর নং-১৫, তারিখ-১৫/০৪/২০২৩, ধারা- ১৭০/১৭১/৩৯৯/ ৪০২/৩৪ পেনাল কোড ১৮৬০, মামলা রুজু রয়েছে। আসামী মোঃ খোকন ঢালী (৩২) এর বিরুদ্ধে ডিএমপি রামাপুরা থানার এফআইআর নং-১৫, তারিখ-১৫/০৪/২০২৩, ধারা-১৭০/১৭১/৩৯৯/৪০২/৩৪ পেনাল কোড ১৮৬০ মামলা রুজু রয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।