বাংলাদেশ ০৭:১২ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :

সাংবাদিক নিয়োগ চলছে,, সাংবাদিক নিয়োগ চলছে,,০১৯৯৯-৯৫৩৯৭০, ০১৭১২-৪৪৬৩০৬,০১৭১১-০০৬২১৪ সম্পাদক

     
ব্রেকিং নিউজ ::
এসএসসি (ভোকেশনাল) বোর্ড পরীক্ষার ফলাফলে ধনবাড়ীর শিক্ষার্থী ফাতেমা সারাদেশে দ্বিতীয় ঠাকুরগাঁও জেলা পুলিশ কতৃক -৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার, ৯ টি ওয়ারেন্ট নিষ্পত্তি প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরে ঔষধ ও মেডিক্যাল সামগ্রী ক্রয় প্রক্রিয়ায় প্রতারণা ও জালিয়াতির প্রতারক চক্রের মূলহোতা সহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। স্কুলে শিক্ষাথীর সংখ্যা ১১,এসএসসিতে অকৃতকার্য ১১ ঠাকুরগাঁওয়ে ভূট্রা ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছে কৃষক ব্রাহ্মণবাড়িয়া মুক্তিযোদ্ধা স্মৃতি পাঠাগারের নতুন সভাপতি জহির ও সাধারণ সম্পাদক লিটন এবার চার বিভাগে হিট অ্যালার্ট জারি। বিপুল পরিমাণ ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার। অভিনব কায়দায় পাচারের সময় গাঁজাসহ ০১ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। কুবিতে ধর্ম অবমাননার অভিযোগ তদন্তে কমিটি গঠন অ্যাসাইলাম আবেদন প্রত্যাখান হওয়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠানো হবে। আ.লীগের সংস্কৃতি-বিষয়ক উপকমিটির সদস্য হলেন রাবির ড. সুজন সেন দেশে গণমানুষের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে: রাবি উপ-উপাচার্য হিন্দু শিক্ষার্থীকে শিবির আখ্যা দিয়ে হত্যার হুমকি রাবি ছাত্রলীগ নেতার আবারো তাজা প্রাণ গেল এক যুবকের।

পুকুর জলাশয় না থাক‌লেও করা যা‌বে মৎস্য চাষ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৩৫:১৮ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪
  • ১৫৯৫ বার পড়া হয়েছে

পুকুর জলাশয় না থাক‌লেও করা যা‌বে মৎস্য চাষ

 

মঠবাড়িয়া (পি‌রোজপুর) প্রতি‌নি‌ধি:                           

হ‌্যা, কোন পুকুর কিংবা জলাশয় না থাক‌লেও ছোট কিংবা বড় আকা‌রের মৎস‌্য চাষ প্রকল্প তৈরী করা সম্বভ ! অ‌ভিনব পদ্ধ‌তি ম‌নে হ‌লেও এটা প্রাকৃ‌তিক প‌রি‌বে‌শে মৎস‌্য চাষ পদ্ধ‌তি এবং প্রায়ো‌গিক বাস্তবতা খুবই সহজ ও আন‌ন্দের !

যা‌দের কোন  জলাশয়  নেই অথচ বড় বা ছোট ধর‌নের মৎস‌্য চাষ প্রকল্প করতে আগ্রহী তারা  ই‌চ্ছে‌ কর‌লে অ‌তি সহ‌জে  এ পদ্ধ‌তি‌তে মাছ চাষ ক‌রে ভাল লাভবান হ‌তে পা‌রেন ।                                       

মাছ রক্ষনা‌বেক্ষ‌নে শুধু দেখভাল ছাড়া  বাড়‌তি কোন ঝুঁ‌কি ঝা‌মেলা পোহা‌তে হয় না। জলাশয় তৈরী, সেচ বা নিরাপদ বেষ্টনী তৈরী কর‌তে নেই বাড়‌তি কোন খরচ।

দক্ষিনাঞ্চলীয় জেলা বরগুনার বামনা উপ‌জেলার ‌হোগলপা‌তি  গ্রা‌মের সোনার বাংলা হ‌্যাচারীর মা‌লিক কানাডা প্রবাসী গোলাম আজম একই উপ‌জেলার  চা‌লিতাবু‌নিয়া গ্রা‌মের নদী‌তে ১০ বছর যাবৎ ভাসমান খাঁচা পদ্ধ‌তি‌তে নানা জা‌তের মাছ চাষ করছেন ।                                               

এ মাছ চাষ প্রকল্প তৈরী ক‌রে তি‌নি বেশ লাভবান হ‌য়ে‌ছেন ব‌লে জানা যায়। ১০ ফুট প্রস্হ ২০ ফুট চওড়া ৬ ফুট গভীরতার = ১২০ স্কয়ার ফুট লোহার রডের তৈরী হালকা  কাঠা‌মোর ৫ ত‌লে তিন  স্ত‌রের প্লা‌স্টিক নেটে তৈরী আয়াতাকার খাঁচা বড় প্লা‌স্টিক ড্রা‌মের সাহা‌য্যে পা‌নি‌তে ভা‌সি‌য়ে রাখা হয়। খাঁচা প্রতি খরচ হয় ১৫০০০ টাকা।

এ রকম একা‌ধিক খাঁচা যুক্ত ক‌রে নদী খা‌লে ভা‌সি‌য়ে মাছ চাষ করা যায়। জোয়ার ভাটা কিংবা জ‌লোচ্ছা‌সে ভাসমান খাঁচাও সমান তা‌লে ভে‌সে থা‌কে। ১২০ স্কয়ার ফু‌টের খাঁচায় ৫০ গ্রাম ওজ‌নের ১০০০ পিছ তেলা‌পিয়া  মাছের পোনা পালন করার প‌রে যখন ১০০/১৫০ গ্রাম ওজন হয় তখন বাছাই ক‌রে খাঁচাপ্রতি ৬০০ পিছ পোনা মাছ পালন শে‌ষে ২/৩ টি মা‌ছে ১ কে‌জি ওজন হ‌লে বাজারজাত করা হয়।                           

সোনার বাংলা হ‌্যাচারীর চা‌লিতাবু‌নিয়ার খাচায় তেলা‌পিয়া মাছ চাষ প্রক‌ল্পের ম‌্যা‌নেজার মোঃ নজরুল ইসলাম ব‌লেন, মা‌সিক ৫০০০০ টাকা বেত‌নে ৩ জন কেয়ার টেকার প্রায় ১০ বছর যাবৎ খাঁচা পদ্ধ‌তি‌তে তেলা‌পিয়া মা‌ছের চাষ কর‌ছি। নদীর জ‌লে চাষ করা মা‌ছের স্বা‌ধ ও গ‌ন্ধ অতুলনীয় যে কার‌নে ক্রেতা‌দের কা‌ছে এই মা‌ছের চা‌হিদা বেশী।

বর্তমা‌নে এখা‌নে ৭০ টি খাঁচায় প্রায় ৩৫০০০ পিছ মাছ চাষ চলমান আ‌ছে। সমস্ত খরচ বা‌দে এক তৃতীয়াং লাভ থা‌কে। কিন্ত বর্তমা‌নে একটন মৎস‌্য খাদ‌্য ৫৮০০০ টাকায় কিন‌তে হয়। যা মৎস‌্য চাষী‌দের জন‌্য ক্রয় ক্ষমতার বাই‌রে। সরকারী পৃষ্ট‌পোষকতা পেলে মাছ চাষীরা এই পদ্ধ‌তিতে মাছ চা‌ষ কর‌তে উৎসা‌হিত হবে।                   

সোনার বাংলা হ‌্যাচারীর মা‌লিক গোলাম আজমকে একা‌ধিক বার মূ‌ঠো‌ফো‌নে চেষ্টা ক‌রেও পাওয়া যায়‌নি। বামনা উপ‌জেলা মৎস‌্য কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা মূ‌ঠো‌ফো‌নে  ব‌লেন, বাড়‌তি ঝা‌মেলা ছাড়া নদী‌তে খাঁচা পদ্ধ‌তি‌তে সহজে  মৎস‌্য চাষ এক‌টি চমৎকার উ‌দ্যোগ, সরকারী পৃষ্ঠ‌পোশকতা পে‌লে মানুষ খাঁচা পদ্ধ‌তি‌তে মৎস‌্য চা‌ষে উৎসা‌হিত হ‌বে।

 

 

 

 

আপলোডকারীর তথ্য

Banglar Alo News

hello
জনপ্রিয় সংবাদ

এসএসসি (ভোকেশনাল) বোর্ড পরীক্ষার ফলাফলে ধনবাড়ীর শিক্ষার্থী ফাতেমা সারাদেশে দ্বিতীয়

পুকুর জলাশয় না থাক‌লেও করা যা‌বে মৎস্য চাষ

আপডেট সময় ০৭:৩৫:১৮ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪

 

মঠবাড়িয়া (পি‌রোজপুর) প্রতি‌নি‌ধি:                           

হ‌্যা, কোন পুকুর কিংবা জলাশয় না থাক‌লেও ছোট কিংবা বড় আকা‌রের মৎস‌্য চাষ প্রকল্প তৈরী করা সম্বভ ! অ‌ভিনব পদ্ধ‌তি ম‌নে হ‌লেও এটা প্রাকৃ‌তিক প‌রি‌বে‌শে মৎস‌্য চাষ পদ্ধ‌তি এবং প্রায়ো‌গিক বাস্তবতা খুবই সহজ ও আন‌ন্দের !

যা‌দের কোন  জলাশয়  নেই অথচ বড় বা ছোট ধর‌নের মৎস‌্য চাষ প্রকল্প করতে আগ্রহী তারা  ই‌চ্ছে‌ কর‌লে অ‌তি সহ‌জে  এ পদ্ধ‌তি‌তে মাছ চাষ ক‌রে ভাল লাভবান হ‌তে পা‌রেন ।                                       

মাছ রক্ষনা‌বেক্ষ‌নে শুধু দেখভাল ছাড়া  বাড়‌তি কোন ঝুঁ‌কি ঝা‌মেলা পোহা‌তে হয় না। জলাশয় তৈরী, সেচ বা নিরাপদ বেষ্টনী তৈরী কর‌তে নেই বাড়‌তি কোন খরচ।

দক্ষিনাঞ্চলীয় জেলা বরগুনার বামনা উপ‌জেলার ‌হোগলপা‌তি  গ্রা‌মের সোনার বাংলা হ‌্যাচারীর মা‌লিক কানাডা প্রবাসী গোলাম আজম একই উপ‌জেলার  চা‌লিতাবু‌নিয়া গ্রা‌মের নদী‌তে ১০ বছর যাবৎ ভাসমান খাঁচা পদ্ধ‌তি‌তে নানা জা‌তের মাছ চাষ করছেন ।                                               

এ মাছ চাষ প্রকল্প তৈরী ক‌রে তি‌নি বেশ লাভবান হ‌য়ে‌ছেন ব‌লে জানা যায়। ১০ ফুট প্রস্হ ২০ ফুট চওড়া ৬ ফুট গভীরতার = ১২০ স্কয়ার ফুট লোহার রডের তৈরী হালকা  কাঠা‌মোর ৫ ত‌লে তিন  স্ত‌রের প্লা‌স্টিক নেটে তৈরী আয়াতাকার খাঁচা বড় প্লা‌স্টিক ড্রা‌মের সাহা‌য্যে পা‌নি‌তে ভা‌সি‌য়ে রাখা হয়। খাঁচা প্রতি খরচ হয় ১৫০০০ টাকা।

এ রকম একা‌ধিক খাঁচা যুক্ত ক‌রে নদী খা‌লে ভা‌সি‌য়ে মাছ চাষ করা যায়। জোয়ার ভাটা কিংবা জ‌লোচ্ছা‌সে ভাসমান খাঁচাও সমান তা‌লে ভে‌সে থা‌কে। ১২০ স্কয়ার ফু‌টের খাঁচায় ৫০ গ্রাম ওজ‌নের ১০০০ পিছ তেলা‌পিয়া  মাছের পোনা পালন করার প‌রে যখন ১০০/১৫০ গ্রাম ওজন হয় তখন বাছাই ক‌রে খাঁচাপ্রতি ৬০০ পিছ পোনা মাছ পালন শে‌ষে ২/৩ টি মা‌ছে ১ কে‌জি ওজন হ‌লে বাজারজাত করা হয়।                           

সোনার বাংলা হ‌্যাচারীর চা‌লিতাবু‌নিয়ার খাচায় তেলা‌পিয়া মাছ চাষ প্রক‌ল্পের ম‌্যা‌নেজার মোঃ নজরুল ইসলাম ব‌লেন, মা‌সিক ৫০০০০ টাকা বেত‌নে ৩ জন কেয়ার টেকার প্রায় ১০ বছর যাবৎ খাঁচা পদ্ধ‌তি‌তে তেলা‌পিয়া মা‌ছের চাষ কর‌ছি। নদীর জ‌লে চাষ করা মা‌ছের স্বা‌ধ ও গ‌ন্ধ অতুলনীয় যে কার‌নে ক্রেতা‌দের কা‌ছে এই মা‌ছের চা‌হিদা বেশী।

বর্তমা‌নে এখা‌নে ৭০ টি খাঁচায় প্রায় ৩৫০০০ পিছ মাছ চাষ চলমান আ‌ছে। সমস্ত খরচ বা‌দে এক তৃতীয়াং লাভ থা‌কে। কিন্ত বর্তমা‌নে একটন মৎস‌্য খাদ‌্য ৫৮০০০ টাকায় কিন‌তে হয়। যা মৎস‌্য চাষী‌দের জন‌্য ক্রয় ক্ষমতার বাই‌রে। সরকারী পৃষ্ট‌পোষকতা পেলে মাছ চাষীরা এই পদ্ধ‌তিতে মাছ চা‌ষ কর‌তে উৎসা‌হিত হবে।                   

সোনার বাংলা হ‌্যাচারীর মা‌লিক গোলাম আজমকে একা‌ধিক বার মূ‌ঠো‌ফো‌নে চেষ্টা ক‌রেও পাওয়া যায়‌নি। বামনা উপ‌জেলা মৎস‌্য কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা মূ‌ঠো‌ফো‌নে  ব‌লেন, বাড়‌তি ঝা‌মেলা ছাড়া নদী‌তে খাঁচা পদ্ধ‌তি‌তে সহজে  মৎস‌্য চাষ এক‌টি চমৎকার উ‌দ্যোগ, সরকারী পৃষ্ঠ‌পোশকতা পে‌লে মানুষ খাঁচা পদ্ধ‌তি‌তে মৎস‌্য চা‌ষে উৎসা‌হিত হ‌বে।