বাংলাদেশ ০১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :

সাংবাদিক নিয়োগ চলছে,, সাংবাদিক নিয়োগ চলছে,,০১৯৯৯-৯৫৩৯৭০, ০১৭১২-৪৪৬৩০৬,০১৭১১-০০৬২১৪ সম্পাদক

     
ব্রেকিং নিউজ ::
শলী বনানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ চাহিদা অনুযায়ী নেই বিদ্যুৎ; তবু গ্রাহকদের গুনতে হচ্ছে বাড়তি বিল ধনবাড়ীতে উপ‌জেলা বিএনপির গণমিছিল কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত কুবির উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ নিহত পুলিশ সদস্যের বাড়ি পরিদর্শন করলেন বাগেরহাটের নবাগত পুলিশ সুপার সিরাজগঞ্জে জিংক ধান সম্প্রসারণে উপ-সহকারী কৃষি প্রশিক্ষণ অনুষ্ঠিত নয় ইউনিয়নে ইচ্ছামতো নেওয়া হচ্ছে ওয়ারিশ সনদের মূল্য বড়পুকুরিয়া কয়লাখনিতে ১৩টি গ্রামবাসীর ক্ষতিপুরনের দাবীতে ঘন্টাব্যাপি মানববন্ধন ও বিক্ষোভ চ্যালেঞ্জে ফেনী’র ছোট নদীর নাব্য মান্দায় শিক্ষক সমিতির আহবায়ক কমিটি গঠন উত্তরবঙ্গে মৌ-চাষী সমিতির সভাপতি রশিদ সম্পাদক শিশির সাহা বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার সহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। ময়মনসিংহে সিপিবি’র সমাবেশ ও লাল পতাকার মিছিল মঠবাড়িয়ায় কলেজ অধ্যক্ষের নাম ভাঙিয়ে খাল দখলের অভিযোগ দুর্নীতি ও অনিয়মের নানা অভিযোগে পিরোজপুর জেলা নাসিং ইনস্টিটিউট অবরুদ্ধ করেছে শিক্ষার্থীরা

এনেসথেসিয়া ছাড়াই সিজার করায় রামগঞ্জ উপশম হাসপাতালে প্রসুতির মৃত্যুর ঘটনায়রামগঞ্জে দুই চিকিৎসকসহ চারজনের কিরুদ্ধে মামলা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৫৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩
  • ১৫৯৭ বার পড়া হয়েছে

মোঃ ছায়েদ হোসেন, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপশম জেনারেল হাসপাতাল (প্রাঃ) এ ভুল চিকিৎসা ও অবহেলায় তিন সন্তানের জননী ফাতেমা বেগম (৩৫) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগে চার ডাক্তারের  বিরুদ্ধে মামলা নিতে সংশি¬ষ্ট থানাকে নির্দেশ দিয়েছেন আদালত।

অভিযুক্ত চিকিৎসকরা হলেন, রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও গাইনী বিশেষজ্ঞ ডাক্তার নাজমুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার গুনময় পোদ্দার, উপশম জেনারেল হসপিটালের চেয়ারম্যান মায়া বেগম ও ম্যানেজার (ব্যবস্থাপক) জসিম উদ্দিন।

সোমবার (৩১ জুলাই) সকালে বাদীর আইনজীবী মো. রেহানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অচেতন (অ্যানেস্থেসিয়া) না করেই ভিকটিমের অস্ত্রোপচার (সিজার) করা হয়। এতে ভিকটিম মারা যায়। এ ঘটনায় বাদী আদালতে অভিযোগ করেন। ঘটনাটি আমলে নিয়ে বিচারক রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

এর আগে, রোববার (৩০ জুলাই) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি অঞ্চল রামগঞ্জ আদালতের বিচারক আনোয়ার হোসেন এ নির্দেশ দেন। নিহত ফাতেমার স্বামী মনর আলী আদালতে এ সংক্রান্ত অভিযোগ দায়ের করেন।

সন্ধ্যায় আদালতের পেশকার মোরশেদ আলম বলেন, দুই চিকিৎসকসহ ৪ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছেন আদালত। নির্দেশনা কপি আগামীকাল রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বরাবর পাঠানো হবে। বাদী মনর আলী রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের দক্ষিণ হাজিপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। ফাতেমা আক্তারের স্বামী মনর আলী ও মামলা

সূত্রে জানা যায়, চলতি মাসের ৪ তারিখ মঙ্গলবার তার স্ত্রী ফাতেমা আক্তারকে রামগঞ্জ বাইপাস সড়কের উপশম জেনারেল হাসপাতালে নিয়ে আসলে হসপিটালের ম্যানেজার জসিম উদ্দিন জানান তার স্ত্রীকে সিজার করাতে হবে।

বিকাল সাড়ে ৪টায় উপশম জেনারেল হাসপাতালের ম্যানেজার জসিম উদ্দিন আমার থেকে কিছু সাদা কাগজে স্বাক্ষর নিয়ে হসপিটালের অপারেশন থিয়েটারে নিয়ে যায় আমার স্ত্রীকে। কিছুক্ষণ পরে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও গাইনী বিশেষজ্ঞ ডাক্তার নাজমুল হক, রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ ডাক্তার গুনময় পোদ্দার উপশম হাসপাতালের অপারেশন থিয়েটারে প্রবেশ করেন। এসময় আমি ও আমার স্ত্রী’র আত্মীয়স্বজনরা অপারেশন থিয়েটারের বাহিরে অবস্থান করি। অপারেশন চলাকালীন সময়ে আমার স্ত্রীর চিৎকার আমরা বাহিরে থেকে শুনতে পাই।

এসময় আমার স্ত্রী সবার সামনে আমাকে জানান, আমার কলিজা ছিঁড়ে ফেলেছে-আমার পেটে প্রচন্ড ব্যথা। আমাকে অ্যানেস্থেসিয়া ছাড়াই ডাক্তার সিজার করেছেন। ব্যথায় চিৎকার দিলে ডাক্তার গুনময় পোদ্দার মুখ চেপে ধরেন এবং হসপিটালের অন্য নার্স ও কর্মচারীগণ হাত পা শক্ত করে ধরে রাখে যেন চিৎকার করতে না পারি।

অপারেশনের পর আমার স্ত্রীর শারিরীক অবস্থার অবনতি হলে ডাক্তার নাজমুল হক সবার সামনে হসপিটালের লোকজনকে বলেন, হাসপাতাল বাঁচাইতে হইলে রোগী ফাতেমাকে দ্রুত কুমিল্লা মেডিকেলে পাঠাইয়া দাও। পরে ডা. নাজমুলের নির্দেশনায় হাসপাতাল কর্তৃপক্ষ ফাতেমাকে কুমিল্লা মেডিকেলে রেফার করে।  সকল কাগজপত্র নিয়ে আমার স্ত্রীকে অ্যাম্বুলেন্সে করে নেয়ার পথে রাত পৌনে নয়টায় আমার স্ত্রী ফাতেমা আক্তার হাজীগঞ্জ নামক স্থানে মারা যায়।

এ ব্যপারে আমি হসপিটাল কতৃপক্ষকে আমার স্ত্রী চিকিৎসকদের অবহেলায় মৃত্যুবরন করেছে বলে জানালে তারা আমার উপর উত্তেজিত হয়ে পড়ে। পরে আমাকে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে বা মামলা করলে জানে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়।

রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার নাজমুল হক জানান, অ্যানেস্থেসিয়া তো আমি করিনি-অ্যানেস্থেসিয়া ছাড়া সিজার করাও সম্ভব না। সিজারের পর রোগী স্ট্রোক করেছেন। এ জন্য তাকে দ্রূত কুমিল্লা মেডিকেলে রেফার করা হয়। আমাদের কোনো ত্রুটি ছিল না।

রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার গুনময় পোদ্দার জানান, এ ধরনের ঘটনা ঘটলে তো হসপিটাল কতৃপক্ষ আমাকে জানাতো। তারাতো আমাকে বিষয়টি অদ্যাবদি জানায়নি। আর মামলার বিষয়টি আমি লোক মারফতে জেনেছি।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, আমরা এ ব্যপারে আদালতের কোন নির্দেশনা পাইনি। পেলে ব্যবস্থা নেয়া হবে। সম্প্রতি রামগঞ্জের আল ফারুক হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর ঘটনায় ডা. গুনময় পোদ্দার একটি তদন্ত কমিটি গঠন করেন। ওই কমিটি ডা. নাজমুল হককে সভাপতির দায়িত্ব দেওয়া হয়। কিন্তু অন্য আরেকটি হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগে তাদের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছে আদালত।

 

 

 

 

 

 

জনপ্রিয় সংবাদ

শলী বনানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

এনেসথেসিয়া ছাড়াই সিজার করায় রামগঞ্জ উপশম হাসপাতালে প্রসুতির মৃত্যুর ঘটনায়রামগঞ্জে দুই চিকিৎসকসহ চারজনের কিরুদ্ধে মামলা

আপডেট সময় ০৪:৫৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩

মোঃ ছায়েদ হোসেন, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপশম জেনারেল হাসপাতাল (প্রাঃ) এ ভুল চিকিৎসা ও অবহেলায় তিন সন্তানের জননী ফাতেমা বেগম (৩৫) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগে চার ডাক্তারের  বিরুদ্ধে মামলা নিতে সংশি¬ষ্ট থানাকে নির্দেশ দিয়েছেন আদালত।

অভিযুক্ত চিকিৎসকরা হলেন, রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও গাইনী বিশেষজ্ঞ ডাক্তার নাজমুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার গুনময় পোদ্দার, উপশম জেনারেল হসপিটালের চেয়ারম্যান মায়া বেগম ও ম্যানেজার (ব্যবস্থাপক) জসিম উদ্দিন।

সোমবার (৩১ জুলাই) সকালে বাদীর আইনজীবী মো. রেহানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অচেতন (অ্যানেস্থেসিয়া) না করেই ভিকটিমের অস্ত্রোপচার (সিজার) করা হয়। এতে ভিকটিম মারা যায়। এ ঘটনায় বাদী আদালতে অভিযোগ করেন। ঘটনাটি আমলে নিয়ে বিচারক রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

এর আগে, রোববার (৩০ জুলাই) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি অঞ্চল রামগঞ্জ আদালতের বিচারক আনোয়ার হোসেন এ নির্দেশ দেন। নিহত ফাতেমার স্বামী মনর আলী আদালতে এ সংক্রান্ত অভিযোগ দায়ের করেন।

সন্ধ্যায় আদালতের পেশকার মোরশেদ আলম বলেন, দুই চিকিৎসকসহ ৪ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছেন আদালত। নির্দেশনা কপি আগামীকাল রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বরাবর পাঠানো হবে। বাদী মনর আলী রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের দক্ষিণ হাজিপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। ফাতেমা আক্তারের স্বামী মনর আলী ও মামলা

সূত্রে জানা যায়, চলতি মাসের ৪ তারিখ মঙ্গলবার তার স্ত্রী ফাতেমা আক্তারকে রামগঞ্জ বাইপাস সড়কের উপশম জেনারেল হাসপাতালে নিয়ে আসলে হসপিটালের ম্যানেজার জসিম উদ্দিন জানান তার স্ত্রীকে সিজার করাতে হবে।

বিকাল সাড়ে ৪টায় উপশম জেনারেল হাসপাতালের ম্যানেজার জসিম উদ্দিন আমার থেকে কিছু সাদা কাগজে স্বাক্ষর নিয়ে হসপিটালের অপারেশন থিয়েটারে নিয়ে যায় আমার স্ত্রীকে। কিছুক্ষণ পরে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও গাইনী বিশেষজ্ঞ ডাক্তার নাজমুল হক, রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ ডাক্তার গুনময় পোদ্দার উপশম হাসপাতালের অপারেশন থিয়েটারে প্রবেশ করেন। এসময় আমি ও আমার স্ত্রী’র আত্মীয়স্বজনরা অপারেশন থিয়েটারের বাহিরে অবস্থান করি। অপারেশন চলাকালীন সময়ে আমার স্ত্রীর চিৎকার আমরা বাহিরে থেকে শুনতে পাই।

এসময় আমার স্ত্রী সবার সামনে আমাকে জানান, আমার কলিজা ছিঁড়ে ফেলেছে-আমার পেটে প্রচন্ড ব্যথা। আমাকে অ্যানেস্থেসিয়া ছাড়াই ডাক্তার সিজার করেছেন। ব্যথায় চিৎকার দিলে ডাক্তার গুনময় পোদ্দার মুখ চেপে ধরেন এবং হসপিটালের অন্য নার্স ও কর্মচারীগণ হাত পা শক্ত করে ধরে রাখে যেন চিৎকার করতে না পারি।

অপারেশনের পর আমার স্ত্রীর শারিরীক অবস্থার অবনতি হলে ডাক্তার নাজমুল হক সবার সামনে হসপিটালের লোকজনকে বলেন, হাসপাতাল বাঁচাইতে হইলে রোগী ফাতেমাকে দ্রুত কুমিল্লা মেডিকেলে পাঠাইয়া দাও। পরে ডা. নাজমুলের নির্দেশনায় হাসপাতাল কর্তৃপক্ষ ফাতেমাকে কুমিল্লা মেডিকেলে রেফার করে।  সকল কাগজপত্র নিয়ে আমার স্ত্রীকে অ্যাম্বুলেন্সে করে নেয়ার পথে রাত পৌনে নয়টায় আমার স্ত্রী ফাতেমা আক্তার হাজীগঞ্জ নামক স্থানে মারা যায়।

এ ব্যপারে আমি হসপিটাল কতৃপক্ষকে আমার স্ত্রী চিকিৎসকদের অবহেলায় মৃত্যুবরন করেছে বলে জানালে তারা আমার উপর উত্তেজিত হয়ে পড়ে। পরে আমাকে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে বা মামলা করলে জানে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়।

রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার নাজমুল হক জানান, অ্যানেস্থেসিয়া তো আমি করিনি-অ্যানেস্থেসিয়া ছাড়া সিজার করাও সম্ভব না। সিজারের পর রোগী স্ট্রোক করেছেন। এ জন্য তাকে দ্রূত কুমিল্লা মেডিকেলে রেফার করা হয়। আমাদের কোনো ত্রুটি ছিল না।

রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার গুনময় পোদ্দার জানান, এ ধরনের ঘটনা ঘটলে তো হসপিটাল কতৃপক্ষ আমাকে জানাতো। তারাতো আমাকে বিষয়টি অদ্যাবদি জানায়নি। আর মামলার বিষয়টি আমি লোক মারফতে জেনেছি।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, আমরা এ ব্যপারে আদালতের কোন নির্দেশনা পাইনি। পেলে ব্যবস্থা নেয়া হবে। সম্প্রতি রামগঞ্জের আল ফারুক হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর ঘটনায় ডা. গুনময় পোদ্দার একটি তদন্ত কমিটি গঠন করেন। ওই কমিটি ডা. নাজমুল হককে সভাপতির দায়িত্ব দেওয়া হয়। কিন্তু অন্য আরেকটি হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগে তাদের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছে আদালত।