ওমর ফারুক খান নাটোর প্রতিনিধিঃ নাটোর ৫৮ লালপুর বাগাতিপাড়া ১ আসনে জন জরিপে মনোনয়নে আবুল কালাম আযাদ, এগিয়ে আছেন বলে বিভিন্ন মহলের তথ্যমতে, জানা যায়।
এমনকি তৃনমুল ত্যাগি, আওমীলিগ এর নেতাকর্মিদের অভিমত এবারের জাতীয় নির্বাচনে, মনোনয়ন জননেত্রী শেখ হাসিনা নিজ হাতে আবুল কালম আযাদ দিবেন বলে আশা ব্যাক্ত করেছেন। ১০ নং কদিমচিলান ইউনিয়ন বাসির প্রানের দাবি লালপুর বাগাতিপাড়া আসনে এ্যাড. আবুল কালাম আযাদ কে এমপি হিসেবে দেখতে চাই।
আজ সোমবার ২৮/০৮/২০২৩ ইং তারিখে ১০ নং কদিমচিলান ইউনিয়ন আওমীলিগ এর উদ্যগে ১ নং আওমীলিগ এর আয়োজনে, স্বাধিনতার মহান স্থপিত জাতির পিতা বংগবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে স্বরন সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা এ্যাড. আবুল কালাম আযাদ, সাবেক সংসদ সদস্য, লালপুর বাগাতিপাড়া ১। তিনি ১০ নং কদিমচিলান ইউনিয়ন, এর ত্যাগি নেতা কর্মিদের মাঝে বক্তব্য প্রদান করেন।
তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান এমপি নৌকার এমপি হওয়া সত্যেও উনি নৌকার বিরুদ্ধেয়াচরন করেন।তিনি মনোনয়নের কোন যৌগ্যতায় রাখেন না। এ্যাড. আবুল কালাম আযাদ জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রার কথা উল্যেখ করেছেন।
সব শেষে তিনি জনতার উদ্যেশে বলেন লালপুর বাগাতিপাড়া আসনের নৌকার এমপি হওয়ার যৌগ্যতা কার আছে,
জনগন তাকে উত্তর দেয় আবুল কালাম আযাদ, জনগন বিভিন্ন স্লোগানে সভাস্থল মুখরিত করে ফেলে এবং বলে লালপুর বাগাতি পাড়া আসনে আবুল কালাম আযাদ এর কোন বিকল্প নেই।
দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন, লালপুর উপজেলা আওয়ামীলিগ এর সভাপতি, আফতাব হোসেন ঝলফু,
ইউনিয়ন আওমীলিগ এর সভাপতি জনাব হাসান আলী।
সাধারণ সম্পাদক ও ১০ নং কদিমচিলান ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান, সেলিম রেজা মাষ্টার।
উপস্থিত ছিলেন, আকছেদ আলী মোল্লা, মুন্নাফ ব্যাপারি,আনোয়ার হোসেন আনার,
উক্ত সভায় সভাপতিত্ব করেন, শাহ আলম থান্দার
সঞ্চালনায় ছিলেন, শংকর গোবিন্দ চাকি।
অনুষ্ঠান শেষে দোয়া ও তাবারক বিতরনের মধ্য দিয়ে সমাপ্ত ঘোষনা করা হয়।