আশরাফুর রহমান হাকিম,নিজস্ব প্রতিবেদক :
মাদারীপুরের কালকিনিতে এসিআই মটরস বার্ষিক সার্ভিস ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪শে সেপ্টেম্বর) সকালে এ সি আই মটরস এর আয়োজনে ও মোঃ মশিউর রহমানের সঞ্চলনায় কালকিনি পুরান ডাক বাংলো বালুর মাঠে এ বার্ষিক সার্ভিস ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভার পূর্বক্ষণে বাংলার ঐতিহ্যবাহী বেশ কয়েকটি খেলা প্রতিযোগিতার আয়োজন করা হয় এতে অংশ গ্রহন করে সোনালীকা ট্রাক্টর এর কালকিনি উপজেলা সহ পাশ্ববর্তী গোপালগঞ্জ ও শরীয়তপুর জেলার উদ্যোক্তা, চালক ও সহকারীবৃন্দ।
এ সি আই মটরস কর্মকর্তাদের উপস্থিতে উদ্বোধনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এ সি আই মটরস এর সোনালিকা ট্রাক্টর এর মাধ্যমে অসংখ্য উদ্যোক্তার ভাগ্য বদল হয়েছে। তাদের মধ্যে থেকে পাঁচ জন উদ্যোক্তার দিন বদলের গল্প শুনেন উপস্থিত অতিথি বৃন্দ।
এসময় এ সি আই মটরস এর কর্মকর্তাবৃন্দ বলেন, আমরা সব সময় আপনাদের পাশে ছিলাম আছি থাকবো। উদ্যোগক্তাদের দিন বদলের কথা শুনে খুব ভাল লাগলো। ভালো জিনিস হলে সেবা তার ভালোই হবে সোনালীকা ট্রাক্টর তার উজ্বল দৃষ্টান্তর এ সি আই মটরস এর খুচরা যন্ত্রাংশও অন্যান্য সকল কোম্পানির যন্ত্রাংশ চেয়ে দামেও কম। একারনেই সোনালীকা বাংলাদেশের নাম্বার ওয়ান যা ট্রাক্টর। আজ এই খ্যাতি আপনাদের কারনেই হয়েছে। সোনালীকা ট্রাক্টরের সার্ভিস ও রিকভরি টিম যা শুধু বাংলাদেশ নয় দক্ষিন এশিয়ার মধ্যে শ্রেষ্ঠ।
সভার পূর্বক্ষণে আয়োজিত খেলার পুরস্কার বিতরনী ও র্যাফেল ড্র এর মধ্য দিয়ে এ সি আই মটরস বার্ষিক সার্ভিস ও মত বিনিময় সভার সমাপ্তি ঘটে।
এসময় উপস্থিত ছিলেন, আতিউর রহমান এ জি এম (সাউথ পার্ট) এ সি আই মটরস লি, শ্রী অরুন কান্তি বিশ্বাস সিনিয়র রিজোনাল ম্যানেজার এ সি আই মটরস লি. ইঞ্জিনিয়ার রেদওয়ানুল ইসলাম ডেপুটি ম্যানেজার সার্ভিস এ সি আই মটরস লি, সিনিয়র সার্ভিস ইঞ্জিনিয়ার সিফাত মঞ্জু খান, মোঃ হাবিবুর রহমান টেরোটরি ম্যানেজারসহ এ সি আই মটরস লি. ডিলার ও ব্যবসায়ীবৃন্দ।