মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ
২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের বিচারের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ও শোক র্যালি করেছে জেলা আওয়ামী লীগ।
সোমবার (২১আগষ্ট) বিকেলে প্রেস ক্লাবের সামনের সড়কে ঝালকাঠিতে জেলা আওয়ামী লীগের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, যুগ্ম সম্পাদক নুরুল আমিন সুরুজ, তরুন কর্মকার, মহিলা লীগ সভানেত্রী ইসরাত জাহান সোনালী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ, জেলা যুবলীগের আহব্বায়ক রেজাউল করিম জাকির, যুগ্ম আহবায়ক কামাল শরীফ, জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধু ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ। পরে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে একটি শোক র্যালি শহর প্রদক্ষিণ করে।
এতে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা গ্রেনেড হামলার জড়িত তারেক জিয়াসহ হামলাকারীদের দেশে ফিরিয়ে এনে দ্রত রায় কার্যকরের দাবি জানিয়ে দেশে সন্ত্রাস ও নৈরাজ্যের জন্য বিএনপি-জামায়াতকে দায়ি করা হয়। পাশপাশি তাদের সকল অপকর্ম প্রতিহত করার ঘোষণা দেন বক্তারা।