বাংলাদেশ ০৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :

সাংবাদিক নিয়োগ চলছে,, সাংবাদিক নিয়োগ চলছে,,০১৯৯৯-৯৫৩৯৭০, ০১৭১২-৪৪৬৩০৬,০১৭১১-০০৬২১৪ সম্পাদক

     
ব্রেকিং নিউজ ::
ছাতকে ১৩ হাজার গ্রাহক ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কর্তৃক হয়রানির স্বীকার  সিলেট সি‌টির প্রশাসকের সা‌থে সি‌লেট-চট্টগ্রাম ফ্রেন্ড‌শিপ ফাউ‌ন্ডেশন স্বাক্ষাত বি‌নিময় নিমসার বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ ক্ষতির মুখে শত শত ভাড়াটিয়া ব্যবসায়ী রাজশাহী মহানগরীতে বিস্ফোরক মামলার ৭জন আসামি গ্রেপ্তার ভান্ডারিয়া পৌর কৃষক দলের কমিটি গঠন ত্রিশালে অনুমোদনহীন কসমেটিকসকে ভ্রাম্যমান আদালতের জরিমানা নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে আওয়ামীলীগের ৩ নেতা আটক জামালপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগ কর্তৃক আয়োজিত ট্রাফিক সপ্তাহ-২০২৪ পালিত নওগাঁর সার্বিক আইন শৃঙ্খলা নিয়ে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং। ব্রাহ্মণপাড়ায় অস্ট্রেলিয়ার হাই কমিশনের বিভিন্ন স্বাস্থ্য সেবা পরিদর্শন পীরগঞ্জে রায়পুর ইউনিয়ন বিএনপি’র কর্মীসভা মায়ের স্বপ্ন পূরণে ১২ বছর পর হেলিকপ্টারে বাড়ী আসলেন মাজহারুল। ভোলায় আ.লীগ নেতার অফিস থেকে বোমা তৈরির সরঞ্জাম, বইঠা, ফাইভ ও লাঠি উদ্ধার ভালুকায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন কুমিল্লায় ছুরিকাঘাতে একজন নিহত

মধ্যপাড়া শিলা খনিতে আওঃ লীগ সরকারের রোষানলে অন্যায় ভাবে চাকুরি চ্যুত হাছিনুরকে স্বপদে পূনঃবহালের দাবি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৫৭:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
  • ১৫৯৫ বার পড়া হয়েছে

মধ্যপাড়া শিলা খনিতে আওঃ লীগ সরকারের রোষানলে অন্যায় ভাবে চাকুরি চ্যুত হাছিনুরকে স্বপদে পূনঃবহালের দাবি

 

বিশেষ প্রতিনিধি
দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডে মোঃ হাছিনুর রহমান মার্কেটিং (কম্পিউটার অপারেটর) পদে ০৫/১১/২০১২ইং তারিখে কর্মরত ছিলেন। একই দিন বিকেলে ৩.৩০ মিনিটে কর্ম স্হল মধ্যপাড়া থেকে ৫০কিঃমিঃ  দুরত্বে দিনাজপুর সদরে কয়েক শত জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ছাত্র শিবিরের সমর্থকরা বিক্ষোভ মিছিল হয়েছে মর্মে পুলিশ চার উপজেলার চার জন সহ পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র মোঃ হাছিনুর রহমান কে মিছিলে অংশ নেওয়ার মিথ্যা অভিযোগে ০৭/১১/২০১২ তারিখে সন্দেহ মুলক ভাবে বাসা থেকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরন করে। দিনাজপুর কোতোয়ালি থানার অতি উৎসাহী এস আই শ্রী ভবানী কান্ত রায় বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা করেন যার মামলা নং ১৫ তারিখ ০৫/১১/২০১২ইং।
পরবর্তীতে তদন্ত সাপেক্ষে পুলিশ প্রতিবেদন ও উল্লেখ যোগ্য ডকুমেন্টস পর্যালোচনায় অভিযোগের সঙ্গে হাছিনুর রহমানের সম্পৃক্ততা না থাকায় চুড়ান্ত চার্জশীট হতে তার নাম বাদ যায় এবং আদালত হাছিনুর রহমান কে মিথ্যা মামলা থেকে অব্যাহতি প্রদান করেন। ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলা থেকে দায়মুক্ত হলেও এক যুগেও ফিরে পাননি বে- আইনি ভাবে হারানো চাকুরী। আওয়ামী লীগ দলীয় সরকারের আমলে স্হানীয় দলীয় কতিপয় চাটুকারের হীন ষড়যন্ত্রের কারণে সম্পুর্ণ অবৈধভাবে ঘটনার আট মাস পরে হাছিনুর রহমান কে অন্যায় ভাবে চাকুরী চ্যুত করা হয়েছে।
চাকুরিতে কর্তব্যরত কর্তৃপক্ষ লিখিত ভাবে প্রদেয় ০৮/১১/১২ হাজিরা প্রত্যয়নে উল্লেখ করেন যে মোঃ হাছিনুর রহমান কম্পিউটার অপারেটর পদে হাজিরা খাতা অনুযায়ী গত ০৫/১১/২০১২ হইতে ০৭/১১/২০১২ তারিখ পর্যন্ত নিজ কর্মস্হলে উপস্থিত ছিলেন। হাজিরা প্রত্যয়নের আলোকে মোঃ হাছিনুর রহমানের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ ও ঘটনায় সম্পৃক্ত না থাকায় পুলিশ প্রতিবেদনে বিজ্ঞ আদালত তাকে ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলা থেকে দায়মুক্তি দেন।
অথচ মামলার কারণে হাজতবাসকালীন সময় কে অ- অনুমোদিত ছুটির অজুহাতে ঘটনার আট মাস পরে ০১/০৮/২০১৩ তারিখে তাকে চাকুরী হতে প্রত্যাহার করা হয়। বারংবার চাকুরী হতে অব্যাহতি প্রদান আদেশ প্রত্যাহার করে পূনঃরায় কর্মস্হলে যোগদানের জন্য আবেদন করা সত্ত্বেও আমলাতান্ত্রিক জটিলতা ও আওয়ামী লীগ দলীয় রোষানলের কারণে তাকে চাকুরীতে যোগদানের সুযোগ দেওয়া হয়নি। দলীয় রোষানলে পড়ে বে- আইনি ভাবে চাকুরি চ্যুত হওয়ার এক যুগ অতিবাহিত হওয়ার পরেও অতি কষ্টে মানবেতর জীবনযাপন করছেন ইসলামি আদর্শে বিশ্বাসী হাছিনুর রহমান। 
এ বিষয়ে চাকুরি চ্যুত হাছিনুর রহমান (০১৭৯৬৭২৫৬০৭) সাংবাদিকদের বলেন, শুধু মাত্র ইসলামিক চেতনা বোধে বিশ্বাসী হওয়ার কারনেই আওয়ামী লীগ সরকার আমাকে অন্যায় ভাবে বরখাস্ত করা হয়েছে। দেশ এখন নতুন করে স্বাধীন হয়েছে ছাত্র জনতার তাজা রক্তের বিনিময়ে অর্জিত দেশে অন্যায়ের বিরুদ্ধে সংস্কার শুরু হয়েছে। আমি দৃঢ় আশাবাদী দ্রুত আমাকে বকেয়া বেতন ভাতা সহ চাকুরীতে পূনঃবহাল করা হবে। আমি যথাযথ কর্তৃপক্ষের নিকট লিখিত আবেদন করেছি আমি শুধু চাকুরী হারাইনি মধ্যপাড়া খনিপ্রকল্পে আমার পিতার অনেক চাষাবাদ যোগ্য কৃষি জমি খনি কর্তৃপক্ষ এ্যাকোয়ার করে নিয়েছেন  এ কারণে আমি জমি ক্ষতি গ্রস্হ পরিবারের সদস্য।
মধ্যপাড়া কঠিন শিলা খনি প্রকল্পের ব্যবস্হাপনা পরিচালক জনাব ফজলুর রহমান ০১৭১১৫৬৩২৩৭ নং এ জানান, আপাতত মজুদ পাথর বিক্রি নিয়ে আমি বিপাকে আছি তাই হাছিনুর রহমানের বিষয়ে করনীয় পরে জানানো হবে।
জনপ্রিয় সংবাদ

ছাতকে ১৩ হাজার গ্রাহক ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কর্তৃক হয়রানির স্বীকার 

মধ্যপাড়া শিলা খনিতে আওঃ লীগ সরকারের রোষানলে অন্যায় ভাবে চাকুরি চ্যুত হাছিনুরকে স্বপদে পূনঃবহালের দাবি

আপডেট সময় ১১:৫৭:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪

 

বিশেষ প্রতিনিধি
দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডে মোঃ হাছিনুর রহমান মার্কেটিং (কম্পিউটার অপারেটর) পদে ০৫/১১/২০১২ইং তারিখে কর্মরত ছিলেন। একই দিন বিকেলে ৩.৩০ মিনিটে কর্ম স্হল মধ্যপাড়া থেকে ৫০কিঃমিঃ  দুরত্বে দিনাজপুর সদরে কয়েক শত জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ছাত্র শিবিরের সমর্থকরা বিক্ষোভ মিছিল হয়েছে মর্মে পুলিশ চার উপজেলার চার জন সহ পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র মোঃ হাছিনুর রহমান কে মিছিলে অংশ নেওয়ার মিথ্যা অভিযোগে ০৭/১১/২০১২ তারিখে সন্দেহ মুলক ভাবে বাসা থেকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরন করে। দিনাজপুর কোতোয়ালি থানার অতি উৎসাহী এস আই শ্রী ভবানী কান্ত রায় বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা করেন যার মামলা নং ১৫ তারিখ ০৫/১১/২০১২ইং।
পরবর্তীতে তদন্ত সাপেক্ষে পুলিশ প্রতিবেদন ও উল্লেখ যোগ্য ডকুমেন্টস পর্যালোচনায় অভিযোগের সঙ্গে হাছিনুর রহমানের সম্পৃক্ততা না থাকায় চুড়ান্ত চার্জশীট হতে তার নাম বাদ যায় এবং আদালত হাছিনুর রহমান কে মিথ্যা মামলা থেকে অব্যাহতি প্রদান করেন। ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলা থেকে দায়মুক্ত হলেও এক যুগেও ফিরে পাননি বে- আইনি ভাবে হারানো চাকুরী। আওয়ামী লীগ দলীয় সরকারের আমলে স্হানীয় দলীয় কতিপয় চাটুকারের হীন ষড়যন্ত্রের কারণে সম্পুর্ণ অবৈধভাবে ঘটনার আট মাস পরে হাছিনুর রহমান কে অন্যায় ভাবে চাকুরী চ্যুত করা হয়েছে।
চাকুরিতে কর্তব্যরত কর্তৃপক্ষ লিখিত ভাবে প্রদেয় ০৮/১১/১২ হাজিরা প্রত্যয়নে উল্লেখ করেন যে মোঃ হাছিনুর রহমান কম্পিউটার অপারেটর পদে হাজিরা খাতা অনুযায়ী গত ০৫/১১/২০১২ হইতে ০৭/১১/২০১২ তারিখ পর্যন্ত নিজ কর্মস্হলে উপস্থিত ছিলেন। হাজিরা প্রত্যয়নের আলোকে মোঃ হাছিনুর রহমানের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ ও ঘটনায় সম্পৃক্ত না থাকায় পুলিশ প্রতিবেদনে বিজ্ঞ আদালত তাকে ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলা থেকে দায়মুক্তি দেন।
অথচ মামলার কারণে হাজতবাসকালীন সময় কে অ- অনুমোদিত ছুটির অজুহাতে ঘটনার আট মাস পরে ০১/০৮/২০১৩ তারিখে তাকে চাকুরী হতে প্রত্যাহার করা হয়। বারংবার চাকুরী হতে অব্যাহতি প্রদান আদেশ প্রত্যাহার করে পূনঃরায় কর্মস্হলে যোগদানের জন্য আবেদন করা সত্ত্বেও আমলাতান্ত্রিক জটিলতা ও আওয়ামী লীগ দলীয় রোষানলের কারণে তাকে চাকুরীতে যোগদানের সুযোগ দেওয়া হয়নি। দলীয় রোষানলে পড়ে বে- আইনি ভাবে চাকুরি চ্যুত হওয়ার এক যুগ অতিবাহিত হওয়ার পরেও অতি কষ্টে মানবেতর জীবনযাপন করছেন ইসলামি আদর্শে বিশ্বাসী হাছিনুর রহমান। 
এ বিষয়ে চাকুরি চ্যুত হাছিনুর রহমান (০১৭৯৬৭২৫৬০৭) সাংবাদিকদের বলেন, শুধু মাত্র ইসলামিক চেতনা বোধে বিশ্বাসী হওয়ার কারনেই আওয়ামী লীগ সরকার আমাকে অন্যায় ভাবে বরখাস্ত করা হয়েছে। দেশ এখন নতুন করে স্বাধীন হয়েছে ছাত্র জনতার তাজা রক্তের বিনিময়ে অর্জিত দেশে অন্যায়ের বিরুদ্ধে সংস্কার শুরু হয়েছে। আমি দৃঢ় আশাবাদী দ্রুত আমাকে বকেয়া বেতন ভাতা সহ চাকুরীতে পূনঃবহাল করা হবে। আমি যথাযথ কর্তৃপক্ষের নিকট লিখিত আবেদন করেছি আমি শুধু চাকুরী হারাইনি মধ্যপাড়া খনিপ্রকল্পে আমার পিতার অনেক চাষাবাদ যোগ্য কৃষি জমি খনি কর্তৃপক্ষ এ্যাকোয়ার করে নিয়েছেন  এ কারণে আমি জমি ক্ষতি গ্রস্হ পরিবারের সদস্য।
মধ্যপাড়া কঠিন শিলা খনি প্রকল্পের ব্যবস্হাপনা পরিচালক জনাব ফজলুর রহমান ০১৭১১৫৬৩২৩৭ নং এ জানান, আপাতত মজুদ পাথর বিক্রি নিয়ে আমি বিপাকে আছি তাই হাছিনুর রহমানের বিষয়ে করনীয় পরে জানানো হবে।