মোঃ শাহিন হাওলাদার
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মজিদ বাড়িয়া ইউনিয়নের কুদবার চর,উপজেলা সহকারী কমিশন (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান-উজ্জামান এর হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল অপ্রাপ্ত বয়স্ক মোসাঃ এনি আক্তার মিতু (১৪)।
অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিবাহ দেওয়া ও বিবাহ করানোর লক্ষ্যে বাল্যবিবাহের কাজ পরিচালনা করার অপরাধে, বাল্যবিবাহ নিরোধ আইনে বর ও কনের বাবাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশন (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান-উজ্জামান। এসময়ে আদালত পরিচালনা কাজে সহায়তা করেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ও মির্জাগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার (১৫ মার্চ) রাত ৮ টার দিকে সংবাদ পেয়ে উপজেলার মজিদবাড়ীয়া ইউনিয়নের কুদবার চর এলাকায় কনের বাবার বাড়িতে গিয়ে এ বিবাহ বন্ধ করার পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বর এর বাবা মো.নুর ইসলাম হাওলাদার ও কনের বাবা মো.হালিম মৃধাকে ৬ মাস সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
বাল্যবিবাহ নিরোধ আইনে বর ও কনের বাবাকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদানের পাশাপাশি ছেলে-মেয়ের প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না মর্মে উভয় পরিবারের অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।