ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন শনিবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়। গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এতে ১৩০০ ভোটারের মধ্যে ৬৭৫জন ভোটার প্রবল বৃষ্টি উপেক্ষা করে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনের অভিভাবক সদস্য পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। ভোটগ্রহণ শেষে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত চারজন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ী প্রার্থীরা হলেন মুহাম্মদ সাইফুল ইসলাম (৫৪১ ভোট), মো. আব্দুল মুন্নাফ (৫১০ ভোট), ফারুক আহাম্মদ (৫০২ ভোট) ও মোঃ আব্দুস সাত্তার (৪৭১ভোট)।