প্রেস বিজ্ঞপ্তি
র্যাব-১৩, রংপুর কর্তৃক গাইবান্ধা জেলার গবিন্ধগঞ্জ থানাধীন এলাকা হতে কথিত জিনের বাদশা গ্রেফতার।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।
ধৃত আসামী (কথিত জিনের বাদশা) মোঃ মনসুর আলী @ টেক্কা (৪৫), পিতা-মোঃ এনতাজ আলী, সাং-সাপগাছি হাতিয়াদহ, থানা-গোবিন্দগঞ্জ, জেলা-গাইবান্ধা নিজেকে জিনের বাদশা পরিচয়ে মোবাইল ফোনের মাধ্যমে গভীর রাতে ফোন করে ভয় ভীতি এবং স্বর্ণমুদ্রা ও গুপ্তধন দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন জনের কাছ হতে প্রতারণা করে আসছিল।
এরই ধারাবাহিকতায় ধৃত আসামী (কথিত জিনের বাদশা) মোঃ মনসুর আলী @ টেক্কা ভিকটিম’কে জিনের বাদশা পরিচয়ে গভীর রাতে ফোন দিয়ে স্বর্ণমুদ্রা ও গুপ্তধন দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন মাজারে জায়নামাজ, কোরআন শরীফ দান এবং ৩০২১ জন ফেরাস্তাদের মিষ্টি খাওয়ানোর কথা বলে ৭৫,৫২৫/- টাকা বিকাশের মাধ্যমে গ্রহণ করে।
এছাড়াও উক্ত আসামী (কথিত জিনের বাদশা) বিভিন্ন সময় ভিকটিম’কে ফোন করে প্রচুর ধন সম্পদের মালিক হওয়ার প্রলোভন দেখিয়ে বিকাশের মাধ্যমে ২,২৬,৭৮৮/- টাকাসহ কানের দুল, হাতের বালা ও গলার চেইন (মোট ৪.৫ ভরি স্বর্ণ) সুকৌশলে হাতিয়ে নেয়।
পরবর্তীতে কথিত জীনের বাদশার প্রতারণার বিষয়টি ভিকটিম বুঝতে পারলে ভিকটিম নিজে বাদী হয়ে গত ১৫/০৪/২০২৩ ইং তারিখে জীনের বাদশা চক্রের রিরুদ্ধে নওগাঁ জেলার মহাদেবপুর থানায় ০১টি প্রতারণা মামলা দায়ের করে। যারা মামলা নং-১৯, তারিখ-১৫/০৪/২০২৩ খ্রিঃ, ধারা-৩২৩/ ৩৮৫/৪০৬/৪২০ পেনাল কোড ১৮৬০। ঘটনার পর পরই আসামীরা বিভিন্ন স্থানে আত্মগোপন করে। বিষয়টি নিয়ে র্যাব-১৩, রংপুর ছায়া তদন্ত শুরু করে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর, রংপুর বিভিন্ন তথ্য উপাত্ত পর্যালোচনা করে গোপন সংবাদের ভিত্তিতে ০৩/০৭/২০২৩ ইং তারিখ ১৯.৪৫ ঘটিকায় গাইবান্ধা জেলার গবিন্ধগঞ্জ থানাধীন রংপুর টু বগুড়াগামী রাস্তার কাটাখালী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারণা মামলার এজাহারনামীয় আসামী মোঃ মনসুর আলী @ টেক্কা (৪৫), পিতা-মোঃ এনতাজ আলী, সাং- সাপগাছি হাতিয়াদহ, থানা-গোবিন্দগঞ্জ, জেলা-গাইবান্ধা’কে গ্রেফতার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী প্রতারণার বিষয়টি স্বীকার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আসামীকে নওগাঁ জেলার মাহাদেবপুর থানায় হস্তান্তর করা হয়।
মূলকপি স্বাক্ষরিত….
মাহমুদ বশির আহমেদ
ফ্লাইট লেফটেন্যান্ট
সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া)
অধিনায়কের পক্ষে
মোবাঃ ০১৭৭৭৭১১৩০৩
তারিখঃ ০৪/০৭/২০২৩ খ্রিঃ।