প্রেস বিজ্ঞপ্তি:
রংপুর জেলার মিঠাপুকুরে যৌতুকের দাবিতে নিজ গৃহবধুকে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় প্রধান আসামী ঘাতক স্বামীকে গ্রেফতার করেছে র্যাব-১৩, রংপুর।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, অপহৃত ভিকটিম উদ্ধার, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠনের বিরুদ্ধে ব্যপক অভিযান চালিয়ে আসছে।
গত ০৭ মার্চ ২০২৩ ইং তারিখ রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন যৌতুকের দায়ে ভিকটিম শিমু বেগম (২০) খুন হয়। উক্ত ঘটনাটি জাতীয় ও স্থানীয় সংবাদ মাধ্যমসমূহে প্রচারিত হলে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। কিন্তু ইতিমধ্যে খুনিরা আত্মগোপন করে। এলাকাবাসীর মাধ্যমে জানা যায় যে, ভিকটিম শিমু বেগম (২০) পারিবারিকভাবে মোঃ বাবুল মিয়ার ছেলে মোঃ দুলাল মিয়ার সাথে ১৮ মাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
বিয়ের পর থেকেই তার স্বামী, শ্বশুর এবং শাশুড়ী যৌতুকের জন্য বিভিন্নভাবে তাকে নির্যাতন করতে থাকে। আরও জানা যায় যে, ভিকটিম এর বিবাহের পর ডিসকভার মোটরসাইকেল, ঘরের আসবাবপত্র এবং নগদ ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা যৌতুক হিসেবে প্রদান করেন। বিবাহের কিছুদিন পর হতে ০১নং আসামী মোঃ দুলাল মিয়া অন্যান্য আসামীগণের কু-পরামর্শে আরও ১,০০,০০০ (এক লক্ষ) টাকার যৌতুকের দাবিতে ভিকটিমকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। এরই সূত্র ধরে গত ০৭ মার্চ ২০২৩ তারিখে ভিকটিম শিমু বেগম (২০)’কে মারপিটসহ বিভিন্ন প্রকার শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে।
এক পর্যায়ে ০১ নং আসামী মোঃ দুলাল মিয়া (২৪), ০২নং আসামী মোঃ বাবুল মিয়া (৫০) এবং ০৩নং আসামী মোছা দুলালী বেগম (৪৪) ভিকটিমের গলা চেপে হত্যা করে। ঘটনাকে আত্মহত্যা বলে চাপিয়ে দেওয়ার জন্য মুখে কীটনাশক বিষ দেয়। ভিকটিমের বাবা নিজে বাদী হয়ে ০৭/০৩/২০২৩ ইং তারিখে আসামীরা ভিকটিম’কে পূর্ব-পরিকল্পিতভাবে হত্যার দায়ে রংপুর জেলার মিঠাপুকুর থানায় এজাহার দায়ের করেন, যার মামলা নং-১০, তারিখ-০৭/০৩/২০২৩, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধিত ২০২০) এর ১১(ক)/৩০। ঘটনার পর পরেই আসামীরা বিভিন্ন স্থানে আত্মগোপন করে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর উক্ত চাঞ্চল্যকর ঘটনার বিষয়ে গোয়েন্দা নজরদারী শুরু করে। এক পর্যায়ে তথ্য উপাত্ত পর্যালোচনা করে এবং গোপন সংবাদের ভিত্তিতে ১৪/০৪/২০২৩ ইং তারিখ জামালপুর জেলার বকশীগঞ্জ থানা এলাকায় র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর এর সাথে যৌথ অভিযান পরিচালনা করে হত্যা মামলার ০১নং আসামী (স্বামী) মোঃ দুলাল মিয়া (২৪), পিতা-মোঃ বাবুল মিয়া, সাং-দূর্গাপুর রশনিপাড়া, থানা-মিঠাপুকুর, জেলা-রংপুর’কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, ধৃত আসামী অন্যান্য আসামীদের সহায়তায় ঐ দিন পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিমের গলা চেপে হত্যা করে এবং পরে মুখে বিষ ঢেলে দেয় বলে স্বীকার করে। অন্যান্য আসামীদের গ্রেফতার জন্য র্যাব-১৩ গোয়েন্দা নজরদারি চালিয়ে যাচ্ছে।
মূলকপি স্বাক্ষরিত….
মাহমুদ বশির আহমেদ
ফ্লাইট লেফটেন্যান্ট
সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া)
অধিনায়কের পক্ষে