দুমকী (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকি উপজেলার দুমকি প্রেসক্লাব এর ২৮ বছর পূর্তি উৎসব উপলক্ষে প্রকাশিত স্মরনিকা স্মৃতি জুড়ে ২৮ মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৩ জুন সোমবার বিকাল ৫ টায় দুমকি প্রেসক্লাবে ক্লাবের সভাপতি মোঃ জাকির হোসেন হাওলাদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দুমকি প্রেসক্লাব এর ২৮ বছর পূর্তি উৎসব উপলক্ষে প্রকাশিত স্মরনিকা স্মৃতি জুড়ে ২৮ মোড়ক উন্মোচন করেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ খলিলুর রহমান মোহন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক জালাল আহমেদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম সিরাজ, দুমকি প্রেসক্লাবের সাধারন সম্পাদক কে এম আনেয়ারুজ্জামান চুন্নু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি উপ সহকারী কর্মকর্তা মোঃ মোশারেফ হোসেন গাজী, জামলা এইচ আব্দুল গনি দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা খায়রুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মামুন খান ফারুকী, সৈয়দ জাকির হোসেন, জিয়াউর রহমান হিরা, উজ্জ্বল দাস রিমন, জালাল উদ্দিন, মশিউর রহমান প্রমুখ সাংবাদিকবৃন্দ।