মো. আজিজার রহমান, জেলা প্রতিনিধি দিনাজপুরঃ দিনাজপুরের বর্ষিয়ান সাংবাদিক, দৈনিক তিস্তার প্রতিষ্ঠাতা সম্পাদক, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ও দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং আইন কলেজ জামে মসজিদের সাবেক সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান লুলুর প্রথম মৃত্যুবার্ষিকী আজ।
২০২১ সালের ১৩ জুন ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গত শুক্রবার পরিবারের পক্ষ থেকে আইন কলেজ জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মরহুম মিজানুর রহমান লুলুর হাতে গড়া দৈনিক তিস্তারপক্ষ থেকে আজ নানা কর্মসূচীর মাধ্যম তাঁক স্মরণ করা হবে। কর্মসূচীর মধ্য রয়েছে- দৈনিক তিস্তা কার্যালয়ে দিনব্যাপী পবিত্র কোরআন তেলোয়াত, সকাল ১১টায় মরহুমর কবর জিয়ারত, বাদ জোহর তিস্তা কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মরহুম মিজানুর রহমান লুলু একজন দক্ষ সাংবাদিক ও সম্পাদক ছিলেন। দিনাজপুর তথা আঞ্চলিক সংবাদপত্রের ইতিহাসে উজ্জ্বল এক নক্ষত্রের নাম মিজানুর রহমান লুলু। এ মানুষটি দিনাজপুর সাংবাদিকতা জগতের প্রতিষ্ঠানতুল্য ব্যক্তিত্ব ছিলেন।
ষাটের দশকে সাংবাদিকতার শুরু থেকে একটানা চার দশকের বেশি সময় তিনি এই পেশায় মেধা, যুক্তিবাধ, পোশাদারিত্ব, দায়িত্বশীল চিন্তা-চেতনার নিরছিন্ন চর্চায় নিজেকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করছেন।
প্রতিষ্ঠান হিসেবে সংবাদপত্রের অন্যতম প্রধান স্তম্ভ বার্তা বিভাগ মিজানুর রহমান লুলুর সৃজনশীলতা, সংবাদবোধ ও তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় তিনি ছিলেন অতুলনীয়। সাপ্তাহিক হলি ডে ও পাক্ষিক চিত্রালী নামক পত্রিকায় দিনাজপুর প্রতিনিধি হিসেবে কাজ করার মধ্য দিয়ে সাংবাদিকতার হাত খড়ি তাঁর। পরে তিনি নিজের সম্পাদনায় ১৯৮২ সাল প্রকাশ করেন দৈনিক তিস্তা।
এ পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালনকাল তিনি একাধার সৃজনশীল ও পেশাদার সাংবাদিকতায় অতুলনীয় দক্ষতার স্বাক্ষর রাখেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দৈনিক তিস্তার সম্পাদকের দায়িত্ব পালন করেন। তার সুযাগ্য নেতৃত্বে, ক্ষুরধার মেধা ও অসামান্য সাংগঠনিক দক্ষতায় পত্রিকাটি এ অঞ্চল পাঠকপ্রিয় হয় ওঠে। মেধা, নিষ্ঠা ও দক্ষতার কারণে মিজানুর রহমান লুলুকে অনেকেই দিনাজপুরের সাংবাদিকদের শিক্ষক হিসেবে অভিহিত করেন। দিনাজপুরের সংবাদপত্রের বিকাশ ও ক্রমপরিণতির ইতিহাসে মিজানুর রহমান লুলুর নাম অতিগুরুত্ব ও স্পষ্টতার সঙ্গে উচ্চারিত হবে বারবার।
উল্লখ্য, মিজানুর রহমান লুলুর জন্ম ১৯৪৭ সালে দিনাজপুর সদর উপজেলার ৫নং শশরা ইউনিয়নের পাঁচবাড়ী গ্রাম এক সম্ভান্ত মুসলিম পরিবারে এ অঞ্চলের প্রথম মুসলিম গ্রাজুেয়ট মরহুম এ্যাড. শামসুদ্দীন আহমেদ ও মায়মুনা খাতুন দম্পতির ৭ম সন্তান ছিলেন তিনি। মিজানুর রহমান লুলু দিনাজপুরের সুরেদ্রনাথ কলেজ থেকে বিএ পাশ করে করাচি থেকে এম.এ পাস করেন। পরে তিনি ‘ল’ পাস করেন। তিনি বাংলাদশের সংবাদপত্রগুলোর সম্পাদকদের সংগঠন বাংলাদেশ সংবাদপত্র সম্পাদক পরিষদ দিনাজপুরের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।