রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতাঃ রামগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি এবং জনকন্ঠ ও ডেইলি সান পত্রিকার উপজেলা প্রতিনিধি রহমত উল্যাহ পাটোয়ারীকে সংবাদ প্রকাশের জের ধরে ভাদুর ইউনিয়নের সমেষপুর বেজ্জার বাড়ির মৃত আবদুল মালেকের পুত্র শামছুল আলম (৪৮) প্রকাশ্য প্রান নাশের হুমকী দেয়।
এ ব্যাপারে রহমত উল্যাহ পাটোয়ারী বাদী আজ রবিবার (১২ জুন) থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, শামছুল আলম তার পিতার কাছ থেকে প্রতারনা করে ২০১৭ সালে সকল সম্পত্তি দলীল করে নিয়ে যায়। এ পর সে তার বৃদ্ধ পিতা মাকে অবহেলা করে, তার স্ত্রী তাদের ঘরে থাকতে দেয় না। তারা সাহায্য সহযোগিতা নিয়ে চলে।
এ ব্যাপারে বৃদ্ধ পিতা ২০২০ সালের ফেব্রুয়ারী মাসে রামগঞ্জ থানা ও ইউনিয়ন পরিষদে পুত্রের বিরুদ্ধে অভিযোগ করে। তৎকালিন থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ঘটনাস্থলে যায়। বৃদ্ধ পিতা মাতা ভরপোষনসহ থাকা ব্যাবস্থা করা জন্য শামছুর স্ত্রী কহিনুর বেগমকে বলে আসে। এ কিছু দিন পর থেকে একই অবস্থা হয়। এভাবে বৃদ্ধ অবহেলা শোকে ২ মাস আগে মৃত্যু বরন করে।
সাংবাদিক রহমত উল্যাহ পাটোয়ারী জানান, এ ঘটনায় ২০২০ সালে ওই বৃদ্ধ পিতাকে নিয়ে আমি সংবাদ প্রকাশ করি। এ সংবাদকে কেন্দ্র করে শামছুল আলম ৩ থেকে ৪ মাস আগে বিদেশ থেকে আসার পর আমাকে বিভিন্ন স্থানে হুমকী ধমকী দিয়ে আসছে। গতকাল শনিবার (১১ জুন) সকাল ৯টায় প্রকাশ্য আমাকে মারধর ও প্রাননাশের হুমকী দেয়। এ জন্য আমি নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ দিয়েছি। শামছুল আলমের সাথে যোগযোগ করা চেষ্টা করে পাওয়া যায়নি। রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ এমদাদুল হক জানান, এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।