বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ
শারমিন আক্তার,
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুবের সাথে দেখা করেছেন গোপালগঞ্জ সদর থানার নবনিযুক্ত ওসি সেখ নাসীর উদ্দিন। দুপুর দেড়টার দিকে উপাচার্যের বাংলোতে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ওসি নাসীর উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি কে.এম. ইয়ামিনুল হাসান আলিফ। এরপর দুপুর আড়াইটার দিকে বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের কার্যালয়ে আসেন ওসি সেখ নাসীর উদ্দিন। সেখানে সংবাদকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে মতবিনিময় করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি কে.এম. ইয়ামিনুল হাসান আলিফ, সাধারণ সম্পাদক আর.এস. মাহমুদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম মানিক, দপ্তর সম্পাদক ফজলে রাব্বি, সদস্য রাকিবুল ইসলাম, সদস্য শিমুল সরদার প্রমুখ।