মাহফুজ হাসান,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কৃষি জমিতে কাজ করার সময় বজ্রাঘাতে দ্বীন ইসলাম (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (০৪ জুন ) দুপুরে এগারসিন্ধুর ইউনিয়নের শুক্রাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। মৃত দ্বীন ইসলাম উপজেলা ইউনিয়নের কামারকোনা গ্রামের আ: আওয়ালের ছেলে।
স্থানীয়রা জানান, দ্বীন ইসলাম বাড়ীর প্বাশ্ববর্তী এলাকা শুক্রাবাদে নিজস্ব কৃষি জমিতে কাজ করছিলেন দ্বীন ইসলাম ও তার ভাই। দুপুরের দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে বজ্রাঘাতে ঘটনাস্থলেই দ্বীন ইসলাম মারা যান এবং তার ভাই আহত হলে প্রাথমিক চিকিৎসায় সুস্থ হোন।
এগারসিন্ধুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান বাবু ঘটনার সততা নিশ্চিত করেছেন।