কাউখালী (পিরোজপুর )সংবাদদাতা
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে শনিবার বিকেলে কাউখালী উপজেলা আওয়ামী লীগের উদ্দ্যোগে বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগ অফিসের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবদুস শহীদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম পলাশ শিকদার প্রমুখ।