শাকিল আহম্মেদ সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে রাসেল মিয়া (২৩) নামে প্রাণ কোম্পানির এক কর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের কান্দারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পোগলদিঘা ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল আলম মানিক বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, নিহত রাসেল কান্দারপাড়া গ্রামের সোলাইমান হোসেনের ছেলে ও প্রাণ আরএফএল কোম্পানির উপজেলার একজন কর্মী। শুক্রবার সকালে রাসেল বাড়ীর পাশে নিজের সেচ পাম্প মেরামত করতে যায়। মেরামত শেষ করে সেচ পাম্প চালু করার সময় সে বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন তার মরদেহ উদ্ধার করে বাড়ীতে নিয়ে যায়।
এ ব্যাপারে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই সুলতান মাহমুদ বলেন, বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে এক যুবকের মৃত্যু খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট করে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয় পুলিশ।