সজীব হাসান, আদমদিঘী ( বগুড়া) প্রতিনিধি:
বগুড়া আদমদীঘি সান্তাহার পুলিশ ফাঁড়ির সদস্যরা মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ মনির উদ্দিন (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গত সোমবার (৩০ মে) রাত ৯ ঘটিকার সময় সান্তাহার ইউনিয়নের প্রসাদখালী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মনির দমদমা গ্রামের আশরাফ আলীর ছেলে সে দীর্ঘদিন ধরে গাঁজা সেবন ও বিক্রি করে আসছিলেন। সান্তাহার পুলিশ ফাঁড়ির পরির্দশক আরিফুল ইসলাম বলেন, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার তার বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদক আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।