পেকুয়া প্রতিনিধি:-
কক্সবাজারের পেকুয়ায় অবৈধ ক্লিনিক প্যাথলজির বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। এ সময় তিনটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়।
রবিবার (২৯ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.মুজিবুর রহমান এই অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, বৈধ কাগজপত্র না থাকায় টইটংয়ের হাজী বাজারের হাজী বাজার ল্যাব হাউস, টইটং বাজারের আইডিয়াল ল্যাব হাউস ও রাজাখালীর আরবশাহ বাজারের এবি ডক্টর চেম্বার নামক তিনটি অবৈধ প্যাথলজি সেন্টার সিলগালা করা হয়।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা বলেন, পেকুয়ায় যেখানে সেখানে গড়ে উঠা অননুমোদিত ডায়াগনস্টিক সেন্টার চিহ্নিত করে অভিযান পরিচালানা করা হয়েছে। অভিযানের বিষয়টি টের পেয়ে টইটং হাজী বাজার ল্যাব হাউস ও টইটং আইডিয়াল ল্যাব হাউসের মালিকরা ল্যাব হাউস বন্ধ করে দ্রুত পালিয়ে যায়। আমরা দুইটি ল্যাবে তালা লাগিয়ে বন্ধ করে দিয়েছি।
অভিযানে রাজাখালীতে এবি ডক্টর চেম্বার নামক একটি অবৈধ ল্যাব হাউস থেকে পরীক্ষা নীরিক্ষার যন্ত্রপাতি জব্দ করা হয়েছে বলে জানান তিনি।