মুলাদী প্রতিনিধিঃ
মুলাদীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বিধবা নারীকে পিটিয়ে জখম করা হয়েছে। হাসপাতালে ভর্তি আহত ও থানায় অভিযোগ সুত্রে জানাগেছে, মুলাদী পৌরসভার চরডিগ্রী গ্রামের ৭নং ওয়ার্ডের মৃত আলী হোসেন হাওলাদারের পুত্র মৃত মোয়াজ্জেম হোসেন হাওলাদারের সাথে সৎভাই বাবুল হাওলাদারের দীর্ঘদিন থেকে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। মুলাদী হাসপাতালে আহত মিনারা বেগম জানিয়েছেন, দীর্ঘ ২২বছর পূর্বে মোয়াজ্জেম হোসেন হাওলাদার স্ত্রী, ৫কন্যা ও ১পুত্র সন্তান রেখে মৃত্যু বরণ করেন। মোয়াজ্জেম হাওলাদারের মৃত্যুর পর তার জমি উপর লোলুপ দৃষ্টি পরে সৎভাই বাবুল হাওলাদারের।
এরই প্রেক্ষিতে গত দুই দশক থেকে বাবুল হাওলাদার জোর পূর্বক জমিজমা আত্মসাৎ করে ভোগদখল করে আসছে। বিভিন্ন সময় মৃত মোয়াজ্জেম হাওলাদারের স্ত্রী জমি সংক্রান্ত ভাগ-বাটোয়ার কথা তুললে কখনো জীবন নাশের হুমকি, কখনও মারপিঠ আবার কখনও মেরে হাসাপাতালে ভর্তি করার ও ঘটনা ঘঠিয়েছে বাবুল হাওলাদার। এরই জেরধরে গত ২৯এপ্রিল শুক্রবার বিকালে বাবুল হাওলাদার অতীতের মত জোর পূর্বক বিধবা মিনারা বেগমের আম গাছ থেকে আম পারতে গেলে মিনারা বেগম বাধা দিলে তাকে বধরক মারপিঠ করে বাবুল হাওলাদার ও তার পরিবারের লোকজন।
প্রচন্ড মারধরে মিনারা বেগম গুরুতর অসুস্থ হয়ে পরলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় আহত মিনারা বেগম মুলাদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছেন, অভিযোগ পেয়েছি ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।