আশরাফুর রহমান হাকিম, নিজস্ব প্রতিবেদকঃ
মানুষের কাছে ন্যায্যমূল্যে পণ্য পৌঁছাতে মাদারীপুরের কালকিনিতে চালু হলো এক ব্যতিক্রমী চাষীদের বাজার। সরাসরি কৃষকের কাছ থেকে পণ্য পেতে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে এবং কালকিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কালকিনি পৌরসভার সহযোগিতায় চালু হওয়া এ বাজারের নাম দেয়া হয়েছে “চাষীর বাজার”।
শনিবার (৯ নভেম্বর) সকালে জেলা পরিষদ ডাকবাংলো মাঠে এ বাজারের উদ্বোধন করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা ও পৌর প্রশাসক (অতিরিক্ত দায়িত্ব) উত্তম কুমার দাশ।
এসময় বাজারে আসা কৃষকদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ হতে একটি করে ছাতা প্রদান করা হয়।
কালকিনি উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে উদ্বোধনী দিনে এ বাজারে সবজি কিনতে আসা ক্রেতা ভ্যান চালক হান্নান আকন বলেন, বর্তমান বাজারে নিত্যপণ্যের যে দাম, তাতে আমাদের মতো নিম্ম আয়ের মানুষের বেঁচে থাকাই কষ্টকর হয়ে পড়েছে। দৈনিক যা আয় হয় তা দিয়ে কোনমতে সংসার চালাই।এমন পরিস্থিতিতে উপজেলা প্রশাসনের এ উদ্দ্যোগকে আমরা স্বাগত জানাই।এখন এ বাজার হতে আমরা অন্তত স্বল্পমূল্যে সবজিটা কিনে খেতে পারবো।
এ বাজারে সবজি বিক্রি করতে আসা কৃষক খালেক হাওলাদার বলেন, আমরা কষ্ট করে সবজি চাষ করি,কিন্তু ভাল দাম পাইনা।আড়ৎদার,পাইকার,দোকানদাররা আমাদের থেকে কম দামে সবজি কিনে আর সাধারন ক্রেতাদের কাছে বেশি দামে বিক্রি করে। এখন এই বাজার হওয়াতে আমরা কৃষকরা কিছুটা হলেও দাম বেশি পাবো আশা করি। তাই আমরা এই বাজার বসানোতে ভীষণ খুশি।
উদ্বোধনকালে ইউএনও উত্তম কুমার দাশ বলেন, ভোক্তা পর্যায়ে শাক সবজির দাম কমানো এবং তাজা সবজি সরবরাহের লক্ষ্যে এ চাষীর বাজার চালু করা হয়েছে। এই বাজারে কৃষকরা সরাসরি তাদের উৎপাদিত পণ্য কোনো মধ্যস্বত্বভোগীর সহায়তা ছাড়াই বিক্রি করতে পারবেন।এতে করে কৃষকরাও লাভবান হবেন এবং ক্রেতারাও কম দামে সবজি কিনতে পারবেন। এ বাজারে কৃষকের কাছ থেকে কোন প্রকার খাজনা নেওয়া হবে না। প্রতিদিন সকাল ৭ টা থেকে ১১ টা পর্যন্ত এ বাজার চলবে।
এসময় উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস সহ কালকিনি উপজেলা ও পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।