রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার দৌলতপুরে ৩৫ বোতল ফেন্সিডিলসহ মোঃ সুজন হোসেন (২৩) নামের এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
রবিবার (০৬ অক্টোবর) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার দৌলতপুর গ্রামের সেন্ট্রাল কবরস্থান এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করাকালে দৌলতপুর গ্রামের জনৈক শফি মিস্ত্রি এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে পুলিশ তাকে আটক করেছে।
আটককৃত সুজন হোসেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সাহেব বাজার কান্দিরপাড়া এলাকার মৃত সেন্টু বিশ্বাসের ছেলে।
জানা গেছে, দৌলতপুর থানার এসআই (নিরস্ত্র) মোঃ তুষার রায়হান সহ-সঙ্গীয় ফোর্স দৌলতপুর গ্রামের সেন্ট্রাল কবরস্থান এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করাকালে মাদক কারবারি সুজনকে ৩৫ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেলসহ আটক করেছে।
এ সংক্রান্তে দৌলতপুর থানায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু হয়েছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।