বাংলাদেশ ১০:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :

সাংবাদিক নিয়োগ চলছে,, সাংবাদিক নিয়োগ চলছে,,০১৯৯৯-৯৫৩৯৭০, ০১৭১২-৪৪৬৩০৬,০১৭১১-০০৬২১৪ সম্পাদক

     
ব্রেকিং নিউজ ::
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের প্ররোচনায় বেসরকারি শিক্ষকদেরকে মাঠে নামিয়ে সরকারকে বিব্রত করা পতিত স্বৈরাচারী সরকারকে পুনর্বাসনের নতুন কোনো অপচেষ্টা নয়তো? গৌরীপুরের মিঠু হত্যার মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার দাবি জানিয়েছে পরিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রাহুল হত্যা মামলার আসামী ইমাম আবু জাফর রজ্জবকে গ্রেফতার করেছে র‍্যাব। বিপুল পরিমাণে ফেনসিডিলসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। ভান্ডারিয়ায় সংবাদকর্মী বেলায়েত মুন্সীর ইন্তেকাল বোয়ালখালীতে ছাত্রদলের কর্মী সম্মেলন নদীভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে: পানি সম্পদ মন্ত্রণালয়ে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি আমানের মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে বিক্ষোভ মিছিল। মান্দায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সিংগাইরে বড় ভাইয়ের বসতভিটায় জোরপূর্বক বিল্ডিং করার অভিযোগ রায়পুরায় ২০ কেজি গাঁজাসহ ২ নারী আটক বিসিএ শেফ অব দ্যা ইয়ার প্রতিযোগিতায় ৭৫ জন উদিয়মান শেফ এর অংশগ্রহনে অনুষ্ঠিত শলী বনানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ চাহিদা অনুযায়ী নেই বিদ্যুৎ; তবু গ্রাহকদের গুনতে হচ্ছে বাড়তি বিল ধনবাড়ীতে উপ‌জেলা বিএনপির গণমিছিল কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত

গৌরীপুরের মিঠু হত্যার মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার দাবি জানিয়েছে পরিবার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৩৪:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
  • ১৫৭৫ বার পড়া হয়েছে

 

 

ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের গৌরীপুর সরকারি কলেজের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের শিক্ষার্থী জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুানালে নেয়ার দাবি জানিয়েছেন নিহতের পরিবার।

সোমবার দুপুরে মিঠু হত্যার দ্রুত বিচার দাবিতে গৌরীপুর সরকারি কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল করে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে মানববন্ধন কর্মসূচী পালন করে।

মানববন্ধন কর্মসূচী থেকে মিঠু হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে দাবী জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

মিঠুর বাবা মোখলেছুর রহমান বলেন, ২০২২ সালে ১৩ সেপ্টেম্বর আওয়ামী লীগের সন্ত্রাসী, পেশাদার খুনি ডেভিড রকি প্রকাশ্যে মিঠুকে ছুরিকাঘাত করে হত্যা করে। ছেলেকে তো আমি আর ফিরে পাবো না। আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি আমার ছেলের হত্যাকান্ডের মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার পাশাপাশি সুষ্ঠু তদন্তসাপেক্ষে দোষীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেয়া হোক।

মিঠুর চাচা দেলোয়ার হোসেন ঈশা খাঁ বলেন, মিঠু হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার জন্য ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে তৎকালীন স¦রাষ্ট্র মন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়। কিন্তু মামলাটি এখন পর্যন্ত দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়া হয়নি। সরকারের কাছে দাবি মামলাটি যেন দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে আসামিসহ পরিকল্পনাকারীদের ফাঁসি দেয়া হয়।

নিহেতের চাচাতো ভাই সাখাওয়াত হোসেন খান পাঠান বলেন, মিঠু আমার ছোট ভাই। তার হত্যার দুই বছর পেরিয়ে গেলেও মামলাটি অগ্রগতি হচ্ছে না। তাই, আমার ভাইয়ের হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে খুনীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবী জানাচ্ছি।

এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন, আরিফুল হক উদয়, টিপু সুলতান খান পাঠান, আরাফাত ইসলাম প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ বলেন, আমি যতদূর শোনেছি মিঠু হত্যা মামলাটি বিচারাধীন রয়েছে। মামলার অগ্রগতির বিষয়ে আমি গৌরীপুর থানার ওসি সাহেবের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো। পাশাপাশি পরিবারের পক্ষ থেকে মিঠু হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার দাবি জানিয়েছেন। এই বিষয়েও যথাযথ পদক্ষেপ নেয়া হবে।

এ বিষয়ে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মাজহারুল আনোয়ার বলেন, আমি গত রোববার রাতে থানায় যোগদান করেছি। মামলার বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, জহিরুল ইসলাম মিঠু গৌরীপুর পৌর শহরের পাট বাজার এলাকার মোখলেছুর রহমানের ছেলে। ২০২২ সালে ১৩ সেপ্টেম্বর মিঠুকে ছুরিকাঘাত করে হত্যা করে সন্ত্রাসীরা। এই ঘটনায় মিঠুর বাবা মোখলেছুর রহমান বাদী হয়ে গৌরীপুর থানায় ডেবিড রকিকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

 

 

আপলোডকারীর তথ্য

Banglar Alo News

hello
জনপ্রিয় সংবাদ

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের প্ররোচনায় বেসরকারি শিক্ষকদেরকে মাঠে নামিয়ে সরকারকে বিব্রত করা পতিত স্বৈরাচারী সরকারকে পুনর্বাসনের নতুন কোনো অপচেষ্টা নয়তো?

গৌরীপুরের মিঠু হত্যার মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার দাবি জানিয়েছে পরিবার

আপডেট সময় ০৮:৩৪:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪

 

 

ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের গৌরীপুর সরকারি কলেজের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের শিক্ষার্থী জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুানালে নেয়ার দাবি জানিয়েছেন নিহতের পরিবার।

সোমবার দুপুরে মিঠু হত্যার দ্রুত বিচার দাবিতে গৌরীপুর সরকারি কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল করে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে মানববন্ধন কর্মসূচী পালন করে।

মানববন্ধন কর্মসূচী থেকে মিঠু হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে দাবী জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

মিঠুর বাবা মোখলেছুর রহমান বলেন, ২০২২ সালে ১৩ সেপ্টেম্বর আওয়ামী লীগের সন্ত্রাসী, পেশাদার খুনি ডেভিড রকি প্রকাশ্যে মিঠুকে ছুরিকাঘাত করে হত্যা করে। ছেলেকে তো আমি আর ফিরে পাবো না। আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি আমার ছেলের হত্যাকান্ডের মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার পাশাপাশি সুষ্ঠু তদন্তসাপেক্ষে দোষীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেয়া হোক।

মিঠুর চাচা দেলোয়ার হোসেন ঈশা খাঁ বলেন, মিঠু হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার জন্য ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে তৎকালীন স¦রাষ্ট্র মন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়। কিন্তু মামলাটি এখন পর্যন্ত দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়া হয়নি। সরকারের কাছে দাবি মামলাটি যেন দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে আসামিসহ পরিকল্পনাকারীদের ফাঁসি দেয়া হয়।

নিহেতের চাচাতো ভাই সাখাওয়াত হোসেন খান পাঠান বলেন, মিঠু আমার ছোট ভাই। তার হত্যার দুই বছর পেরিয়ে গেলেও মামলাটি অগ্রগতি হচ্ছে না। তাই, আমার ভাইয়ের হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে খুনীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবী জানাচ্ছি।

এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন, আরিফুল হক উদয়, টিপু সুলতান খান পাঠান, আরাফাত ইসলাম প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ বলেন, আমি যতদূর শোনেছি মিঠু হত্যা মামলাটি বিচারাধীন রয়েছে। মামলার অগ্রগতির বিষয়ে আমি গৌরীপুর থানার ওসি সাহেবের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো। পাশাপাশি পরিবারের পক্ষ থেকে মিঠু হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার দাবি জানিয়েছেন। এই বিষয়েও যথাযথ পদক্ষেপ নেয়া হবে।

এ বিষয়ে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মাজহারুল আনোয়ার বলেন, আমি গত রোববার রাতে থানায় যোগদান করেছি। মামলার বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, জহিরুল ইসলাম মিঠু গৌরীপুর পৌর শহরের পাট বাজার এলাকার মোখলেছুর রহমানের ছেলে। ২০২২ সালে ১৩ সেপ্টেম্বর মিঠুকে ছুরিকাঘাত করে হত্যা করে সন্ত্রাসীরা। এই ঘটনায় মিঠুর বাবা মোখলেছুর রহমান বাদী হয়ে গৌরীপুর থানায় ডেবিড রকিকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।