ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
হাজার হাজার বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা তুলে ধরে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হাফেজ মোঃ আজিজুল হক বলেন, কাউকে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে দেবো না।
সোমবার রাতে ডৌহখলা ইউনিয়নের রায়গঞ্জ এলাকায় এলাকাবাসীর সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
হাফেজ মোঃ আজিজুল হক বলেন, ‘দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই ভূখন্ডে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষ সবধর্মের মিলেমিশে একত্রে বসবাস করছেন।
কাউকে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে দেবো না। সংখ্যালঘুদের জানমাল রক্ষায় আমার এলাকার বাসিন্দারা অতন্দ্র প্রহরী হয়ে কাজ করছে। দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুরা নানাভাবে আক্রান্ত হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাছাড়া এ সংক্রান্ত কিছু গুজব প্রচারের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য নষ্ট করার অপচেষ্টা করা হচ্ছে। সেই অপচেষ্টাও রুখে দিতে হবে।
এর আগে হাফেজ মোঃ আজিজুল হক দলীয় নেতা-কর্মীদের নিয়ে ডৌহাখলা ইউনিয়নের সিংজানী গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি বাড়ি গিয়ে তাদের সার্বিক খোঁজ-খবর নেন এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
এসময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য এসএম দুলাল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এমএ হান্নান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিশু ও সোহাগ চৌধুরী, ময়মনসিংহ উত্তর জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক এমএ মান্নান প্রমুখ।