কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি।।
বাগেরহাটের কচুয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মোছা: তহুরুন্নেসা নামে এক নারী আহত হয়েছে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করে। ঘটনাটি ঘটেছে ২৮ সেপ্টেম্বর আনুমানিক সকাল ১১ টার দিকে।
এ বিষয়ে খোঁজ নিয়ে জানাযায়, কচুয়া উপজেলার উত্তর চরকাঠি গ্রামে মোঃ হাবিবুর সরদার এর ঘেরের পাড়ে ঘেরের পানি ফেলাকে কেন্দ্র করে মোঃ হাবিবুর সরদার এর স্ত্রী মোছাঃ তহরুন্নেছার সাথে একই এলাকার মোঃ তাইজেল সরদার এর ছেলে মোঃ বুলবুল সরদারের সাথে বাগবিতণ্ড সৃষ্টি হয়।
এক পর্যায়ে বুলবুল সরদার তহুরুন্নেছাকে হাতে থাকা দা দিয়ে আঘাত করে। দায়ের আঘাতে তার মাথা এবং পায়ে যখম হয়। এসময় স্থানীয়রা তার ডাক চিৎকার শুনে ঘটনাস্থলে আসেন এবং তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেন।
আরো জানা যায়, বুলবুল সরদার বাংলাদেশ সেনাবাহিনীর কর্মরত একজন সদস্য বর্তমানে তিনি ছুটিতে বাড়িতে আছেন। এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোন মামলা হয়নি তবে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।