বাংলাদেশ ০৩:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :

সাংবাদিক নিয়োগ চলছে,, সাংবাদিক নিয়োগ চলছে,,০১৯৯৯-৯৫৩৯৭০, ০১৭১২-৪৪৬৩০৬,০১৭১১-০০৬২১৪ সম্পাদক

     
ব্রেকিং নিউজ ::
ফুলবাড়ীর পল্লীতে বাদশা মিয়া হত্যার রহস্য চার বছরেও উদঘাটন করতে পারেনি আইন প্রয়োগকারী সংস্থা স্বাধীনতার ৫৩ বছরেও নির্মাণ হয়নি বাসষ্ট্যান্ড বা যাত্রী ছাউনি ফুলবাড়ীতে বাস টার্মিনাল না থাকায় জনদূর্ভোগ যোগদানের পর আন্দোলনে আহত শিক্ষার্থীকে দেখতে গেলেন কুবি ভিসি কালকিনিতে এসিআই মটরস বার্ষিক সার্ভিস ও মত বিনিময় সভা ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে ৩ জনের মৃত্যু গফরগাঁওয়ে খাদ্যবান্ধব কর্মসূচি ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ। তানোর বিলকুমারি বিল থেকে ভেসে আসা অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার শামসুন নাহার হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক মনি, সদস্য সচিব লিলি ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে বিএসএফ সদস্য অনুপ্রবেশ করে নলছিটিতে নিয়োগ বানিজ্য দুর্নীতি আড়াল করতেই রেজুলেশন খাতা ছিনতাই করার চেস্টা সাবেক প্রধান শিক্ষকের। একই দিনে ব্রাহ্মণপাড়ার ২ জন খুন গবেষণা প্রকল্পে রাবির সাথে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের চুক্তি কুবি’র সিএসই সোসাইটির নেতৃত্বে সবুজ সাকিব শাহজাদপুরে পুনরায় মদের দোকান খোলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত নাটোরের বড়াইগ্রামে ধর্ষন হত্যা জমি সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলন।

বদলগাছী অসামাজিক কার্যকলাপে লিপ্ত হওয়ার অভিযোগে গৃহবধূকে সুদ্ধ করতে – মাথা নেড়া করে: ঢালা হল ঘোল।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৪৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩
  • ১৬৩০ বার পড়া হয়েছে
বদলগাছী উপজেলা প্রতিনিধি (নওগাঁ) মোঃ সারোয়ার হোসেন অপু 
বদলগাছী অসামাজিক কার্যকলাপে লিপ্ত হওয়ার অভিযোগ তুলে গৃহবধূকে সুদ্ধ করতে – মাথা নেড়া করে, ঢালা হল ঘোল।
এ নাক্কার জনক ঘটনাটি ঘটেছে নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়ন এর গয়েশপুর বাশপাড়াতে। মথুরাপুর গয়েশপুর বাশপাড়া গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবার এর দু সন্তানের জননী ও দিলীপ পাহান (৩৩) পিতা-মৃত সবিন্দ পাহান এর গৃহবধূর বিরুদ্ধে অভিযোগ সে এক মুসলিম যুবক কমল হোসেন পিতা- মাজেদুর (মগা) সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়েছে এমন অভিযোগ তুলে ঐ গৃহবধূর মাথা ন্যাড়া করে মাথায় ঘোল ঢেলে শুদ্ধ করান সমাজপতিরা। সোমবার সকাল ৯ টারদিকে ঐ গৃহবধূর বাড়ির আঙিনায় প্রথমে গৃহবধূর মাথা ন্যাড়া করা হয় এরপর ন্যাড়া মাথায় ঘোল ঢেলে শুদ্ধ করার এ ঘটনাটি ঘটে।
এসময় ঘটনাস্থলে উৎসুক লোকজন উপস্থিত ছিলেন। এব্যাপারে বক্তব্য জানতে চেষ্টাকরা হলেও সমাজপতিদের কাউকে পাওয়া যায়নি। গৃহবধূর প্রতিবেশী নারীরা দাবি করেন, একই গ্রামের মুসলিম যুবকের সঙ্গে ঐ গৃহবধূর অনৈতিক সর্ম্পক ছিলো এজন্য তার মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে শুদ্ধ করা হয়েছে। এমনকি গৃহবধূর স্বামীর সম্মতিতে সমাজপতিরা এ কাজটি করেছেন। ঘটনার খবর পেয়ে সংবাদকর্মীরা ঘটনাস্থল গৃহবধূর বাড়িতে গেলেও প্রথমে ঐ গৃহবধূকে ঘর থেকে বের হতে বাঁধাদেন তার প্রতিবেশি নারীরা। তবে এক পর্যায়ে গৃহবধূ শাড়ির আঁচল দিয়ে মাথা ঢেকে রেখে বলেন, আমার সঙ্গে কারো অনৈতিক সর্ম্পক ছিল না। সমাজপতিরা ভুল বুঝে আমার মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে দিয়েছেন।
তবে কারো বিরুদ্ধে আমার কোন অভিযোগ নেই বলেও জানান তিনি।
এসময় প্রতিবেশী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীরা জানান, ঐ গৃহবধূ দু’ সন্তানের জননী। গ্রামের কমল হোসেনে নামে বিবাহিত মুসলমান যুবকের সাথে তার পরকীয়ায় সম্পর্ক ছিলো। মাত্র ১০-১২ দিন আগে নিজ বাড়িতে অনৈতিক সর্ম্পক করার সময় গৃহবধূকে তার স্বামী হাতেনাতে ধরেন। এরপর গৃহবধূ তার বাবার বাড়িতে চলে যান। গত শনিবার গৃহবধূ তার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ফিরে আসেন। এরপর গৃহবধূকে শুদ্ধ করে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্তে সোমবার সকাল ৯টারদিকে গ্রামের লোকজনের উপস্থিতিতে গৃহবধূর বাড়ির আঙিনায় তাকে শুদ্ধ করার আয়োজন করা হয়। নাপিত ডেকে এনে গৃহবধূর মাথা ন্যাড়া করার পর মাথায় ঘোল ঢেলে দিয়ে তাকে শুদ্ধ করা হয়। এমনাকি ঐ গৃহবধূ ও তার স্বামীর সম্মতিতে এ কাজ করা হয়েছে। অপর প্রতিবেশী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক নারী বলেন, শুদ্ধ করার সময় গ্রামের উৎসুক লোকজন উপস্থিত ছিলেন। শুদ্ধ করার রীতি আমাদের ধর্মে আছে। এছাড়া গৃহবধূ ও তাঁর স্বামী এ কাজে কোনো আপত্তি জানায়নি। এমন রীতি কোন গ্রন্থে আছে প্রশ্ন করা হলে কিছু উৎসুক জনতা সাংবাদিকদের উপর চড়াও হয়ে পালিয়ে যায়।
পরে রাত আনুমানিক ৯ টায় বাসন্তি রানী (২৩) স্বামী- দীলীপ পাহান, সাংগয়েশপুর, থানাঃ বদলগাছী, জেলাঃ নওগাঁ বাদি হয়ে  বিবাদী ১। শ্রী বিমল পাহান (৩৮) পিতাঃ শ্রী জাওনা পাহান, ২। শ্রী সুবাস পাহান (৪৫) পিতাঃ মৃত- রমেশ পাহান, ৩। শ্রীমতি রঞ্জনা রানী (৪০) স্বামী- শ্রী সুবাস পাহান, ৪। শ্রীমতি শংকরি (৩৫) স্বামী-শ্রী নিরেন, সর্ব সাং-গয়েশপুর (বাঁশপাড়া), সর্ব থানাঃ বদলগাছী, ৫। শ্রী ভবেস (৫২) পিতাঃ মৃত-সুবল, সাং- ইনসিরা, থানাঃ ধামুইরহাট, এর নামে বদলগাছী থানায় মামলা দায়ের করেন। বদলগাছী থানার মামলা নং ২৮।

 

 

মথুরাপুর ইউপির ৩ নং ওয়ার্ডের মেম্বর শফিকুল ইসলাম বাবুর সাথে কথা বললে তিনি বলেন, আমি ঘটনাটি দুপুরের পর শুনেছি এবং সংগে সংগে উপজেলা নির্বাহী অফিসার কে আমি বিষয়টি জানিয়েছি। এবং তাঁর কিছু পরই এসআই মুনিরুল ইসলাম আমাকে ফোন করে আমি তাঁকে ঘটনাটি জানিয়েছি।

 

 

বদলগাছী উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সভাপতি বৌদ্দ নাথা বলেন, এরকম নিয়ম আছে বলে আগে কখনো শুনিনি।
মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ রানা বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গৃহবধূকে মাথা ন্যাড়া করে মাথায় ঘোল ঢেলে দেওয়ার ঘটনা আমার জানা নেই,

 

এ বিষয়ে  বদলগাছি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ আতিয়ার রহমান  জানান, এঘটনায় (ভিকটিম) নারী বাদি হয়ে মামলা দায়ের করেছেন এবং  আজ ২৯ আগষ্ট দুপুরে আসামীদের নওগাঁ জেলা কারাগারে প্রেরণ করা হয়।
জনপ্রিয় সংবাদ

ফুলবাড়ীর পল্লীতে বাদশা মিয়া হত্যার রহস্য চার বছরেও উদঘাটন করতে পারেনি আইন প্রয়োগকারী সংস্থা

বদলগাছী অসামাজিক কার্যকলাপে লিপ্ত হওয়ার অভিযোগে গৃহবধূকে সুদ্ধ করতে – মাথা নেড়া করে: ঢালা হল ঘোল।

আপডেট সময় ০৫:৪৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩
বদলগাছী উপজেলা প্রতিনিধি (নওগাঁ) মোঃ সারোয়ার হোসেন অপু 
বদলগাছী অসামাজিক কার্যকলাপে লিপ্ত হওয়ার অভিযোগ তুলে গৃহবধূকে সুদ্ধ করতে – মাথা নেড়া করে, ঢালা হল ঘোল।
এ নাক্কার জনক ঘটনাটি ঘটেছে নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়ন এর গয়েশপুর বাশপাড়াতে। মথুরাপুর গয়েশপুর বাশপাড়া গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবার এর দু সন্তানের জননী ও দিলীপ পাহান (৩৩) পিতা-মৃত সবিন্দ পাহান এর গৃহবধূর বিরুদ্ধে অভিযোগ সে এক মুসলিম যুবক কমল হোসেন পিতা- মাজেদুর (মগা) সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়েছে এমন অভিযোগ তুলে ঐ গৃহবধূর মাথা ন্যাড়া করে মাথায় ঘোল ঢেলে শুদ্ধ করান সমাজপতিরা। সোমবার সকাল ৯ টারদিকে ঐ গৃহবধূর বাড়ির আঙিনায় প্রথমে গৃহবধূর মাথা ন্যাড়া করা হয় এরপর ন্যাড়া মাথায় ঘোল ঢেলে শুদ্ধ করার এ ঘটনাটি ঘটে।
এসময় ঘটনাস্থলে উৎসুক লোকজন উপস্থিত ছিলেন। এব্যাপারে বক্তব্য জানতে চেষ্টাকরা হলেও সমাজপতিদের কাউকে পাওয়া যায়নি। গৃহবধূর প্রতিবেশী নারীরা দাবি করেন, একই গ্রামের মুসলিম যুবকের সঙ্গে ঐ গৃহবধূর অনৈতিক সর্ম্পক ছিলো এজন্য তার মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে শুদ্ধ করা হয়েছে। এমনকি গৃহবধূর স্বামীর সম্মতিতে সমাজপতিরা এ কাজটি করেছেন। ঘটনার খবর পেয়ে সংবাদকর্মীরা ঘটনাস্থল গৃহবধূর বাড়িতে গেলেও প্রথমে ঐ গৃহবধূকে ঘর থেকে বের হতে বাঁধাদেন তার প্রতিবেশি নারীরা। তবে এক পর্যায়ে গৃহবধূ শাড়ির আঁচল দিয়ে মাথা ঢেকে রেখে বলেন, আমার সঙ্গে কারো অনৈতিক সর্ম্পক ছিল না। সমাজপতিরা ভুল বুঝে আমার মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে দিয়েছেন।
তবে কারো বিরুদ্ধে আমার কোন অভিযোগ নেই বলেও জানান তিনি।
এসময় প্রতিবেশী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীরা জানান, ঐ গৃহবধূ দু’ সন্তানের জননী। গ্রামের কমল হোসেনে নামে বিবাহিত মুসলমান যুবকের সাথে তার পরকীয়ায় সম্পর্ক ছিলো। মাত্র ১০-১২ দিন আগে নিজ বাড়িতে অনৈতিক সর্ম্পক করার সময় গৃহবধূকে তার স্বামী হাতেনাতে ধরেন। এরপর গৃহবধূ তার বাবার বাড়িতে চলে যান। গত শনিবার গৃহবধূ তার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ফিরে আসেন। এরপর গৃহবধূকে শুদ্ধ করে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্তে সোমবার সকাল ৯টারদিকে গ্রামের লোকজনের উপস্থিতিতে গৃহবধূর বাড়ির আঙিনায় তাকে শুদ্ধ করার আয়োজন করা হয়। নাপিত ডেকে এনে গৃহবধূর মাথা ন্যাড়া করার পর মাথায় ঘোল ঢেলে দিয়ে তাকে শুদ্ধ করা হয়। এমনাকি ঐ গৃহবধূ ও তার স্বামীর সম্মতিতে এ কাজ করা হয়েছে। অপর প্রতিবেশী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক নারী বলেন, শুদ্ধ করার সময় গ্রামের উৎসুক লোকজন উপস্থিত ছিলেন। শুদ্ধ করার রীতি আমাদের ধর্মে আছে। এছাড়া গৃহবধূ ও তাঁর স্বামী এ কাজে কোনো আপত্তি জানায়নি। এমন রীতি কোন গ্রন্থে আছে প্রশ্ন করা হলে কিছু উৎসুক জনতা সাংবাদিকদের উপর চড়াও হয়ে পালিয়ে যায়।
পরে রাত আনুমানিক ৯ টায় বাসন্তি রানী (২৩) স্বামী- দীলীপ পাহান, সাংগয়েশপুর, থানাঃ বদলগাছী, জেলাঃ নওগাঁ বাদি হয়ে  বিবাদী ১। শ্রী বিমল পাহান (৩৮) পিতাঃ শ্রী জাওনা পাহান, ২। শ্রী সুবাস পাহান (৪৫) পিতাঃ মৃত- রমেশ পাহান, ৩। শ্রীমতি রঞ্জনা রানী (৪০) স্বামী- শ্রী সুবাস পাহান, ৪। শ্রীমতি শংকরি (৩৫) স্বামী-শ্রী নিরেন, সর্ব সাং-গয়েশপুর (বাঁশপাড়া), সর্ব থানাঃ বদলগাছী, ৫। শ্রী ভবেস (৫২) পিতাঃ মৃত-সুবল, সাং- ইনসিরা, থানাঃ ধামুইরহাট, এর নামে বদলগাছী থানায় মামলা দায়ের করেন। বদলগাছী থানার মামলা নং ২৮।

 

 

মথুরাপুর ইউপির ৩ নং ওয়ার্ডের মেম্বর শফিকুল ইসলাম বাবুর সাথে কথা বললে তিনি বলেন, আমি ঘটনাটি দুপুরের পর শুনেছি এবং সংগে সংগে উপজেলা নির্বাহী অফিসার কে আমি বিষয়টি জানিয়েছি। এবং তাঁর কিছু পরই এসআই মুনিরুল ইসলাম আমাকে ফোন করে আমি তাঁকে ঘটনাটি জানিয়েছি।

 

 

বদলগাছী উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সভাপতি বৌদ্দ নাথা বলেন, এরকম নিয়ম আছে বলে আগে কখনো শুনিনি।
মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ রানা বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গৃহবধূকে মাথা ন্যাড়া করে মাথায় ঘোল ঢেলে দেওয়ার ঘটনা আমার জানা নেই,

 

এ বিষয়ে  বদলগাছি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ আতিয়ার রহমান  জানান, এঘটনায় (ভিকটিম) নারী বাদি হয়ে মামলা দায়ের করেছেন এবং  আজ ২৯ আগষ্ট দুপুরে আসামীদের নওগাঁ জেলা কারাগারে প্রেরণ করা হয়।