বাংলাদেশ ১১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :

সাংবাদিক নিয়োগ চলছে,, সাংবাদিক নিয়োগ চলছে,,০১৯৯৯-৯৫৩৯৭০, ০১৭১২-৪৪৬৩০৬,০১৭১১-০০৬২১৪ সম্পাদক

     
ব্রেকিং নিউজ ::
মুন্সীগঞ্জ সদর ইউএনওর চরডুমুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন সন্ধ্যার মধ্যে উপাচার্য, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বাসভবন ছাড়ার আল্টিমেটাম কুবি শিক্ষার্থীদের রাবিতে জড়ো হওয়া আন্দোলনকারীদের পুলিশ-বিজিবির ধাওয়া মেহেন্দিগঞ্জে অজ্ঞাতনামা নারীর অর্ধগলিত লাশ উদ্ধার। মুন্সীগঞ্জে গায়েবানা জানাযা থেকে ঈমাম ও বিএনপি নেতাকে ধরে নিয়ে গেলো পুলিশ কোটা আন্দোলনের পক্ষে সংহতি জানিয়ে ফেনী ইউনিভার্সিটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের বিবৃতি চলমান পরিস্থিতিতে রাবি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি আপাতত স্থগিত: উপাচার্য বিদেশের পাঠানো টাকা চাইতে গিয়ে বিপাকে প্রবাসী স্বামী রাজশাহীতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র আশুরা পালিত চট্রগ্রামের কোটা সংস্কার আন্দোলনে নিহত ওয়াসিমের জানাজায় মানুষের ঢল পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার রাস্তায় সমবায় সমিতি ভবনের ট্যাংকির ময়লা: জনদুর্ভোগ মুন্সীগঞ্জে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলা, আহত ৫ হরিপুরে, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর পক্ষ থেকে কর্মী মিটিং ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত। গৌরীপুরে উদীচী কার্য়ালয়ে হামলা ও ভাংচুর স্ত্রীর যৌতুক মামলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কারাগারে

ঝালকাঠির নবগ্রামের শতবর্ষী রেইন্ট্রি গাছ নিয়ে গুনাই বিবি নাটকের রূপ কথার গল্প

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:১৯:৪০ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৬২০ বার পড়া হয়েছে

ঝালকাঠির নবগ্রামের শতবর্ষী রেইন্ট্রি গাছ নিয়ে গুনাই বিবি নাটকের রূপ কথার গল্প

 

মশিউর রহমান রাসেল, ঝালকাঠি প্রতিনিধিঃ- ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম বাজার সংলগ্ন খাল পাড়ে রয়েছে শতবর্ষি রেইন্ট্রি গাছ। গাছটিতে রয়েছে লোকনাটক গুনাইবিবির একটা পর্বের দৃশ্যও। যদিও গ্রামের লোকজন বল্ছেন এখানে আদৌ কোন পর্ব রেকর্ড হয়নি। পুরোটাই কাল্পনিক একটা লোককথা। যা এলাকাবাসীর কাছে রূপ কথার গল্পের ন্যায়।
এলাকার প্রবীণ শিক্ষিত শরীফ আবু সুফিয়ান আব্বাসী জানান, দাদার কাছে গুনাই বিবি নাটকের কাহিনী শুনেছি। কিন্তু নবগ্রামের রেইন্ট্রি গাছের নীচে বসে ও কোকিল ডাইকো না ডাইকো না ওই কদমের ডালে, শীত বসস্তের সুখের কালে আমার পতি নাই ঘরে গানটিতে নাটকের যে পর্বের কথা জনশ্রুতি রয়েছে, তা কাল্পনিক। একধরনের রূপকথার গল্পের মতো। ঝালকাঠির লোককথা / ইতিহাস ঐতিহ্যের গবেষক মুহাম্মদ আল আমীন বাকলাই জানান, ঝালকাঠি জেলা ব্র্যান্ডিং বুক করতে গিয়ে জনশ্রুতি অনুযায়ী ব্যাপক অনুসন্ধান চালিয়েছি। তাতে কোথাও গুনাই বিবির কোন স্মৃতি কিংবা গুনাই বিবি নাটকের কোন স্মৃতি কেউ বলতে পারেনি। তবুও মানুষের মুখে মুখে রূপকথার গল্পের ন্যায় অমলিন রয়েছে।
গুনাইবিবি বাংলার চিরায়ত লোকগাথা নয়। সত্য ঘটনাই গ্রাম্য লোককবির বয়ানে
পেয়েছে চিরায়ত রূপ। রবিশাল অঞ্চলে থেকে উৎসারিত যে দুটি কাহিনি সারা দেশে প্রচারিত ও জনগৃহীত তার মধ্যে আসমান সিংহ ও গুনাইবিবি উল্লেখযোগ্য।
গুনাইবিবি লোকমুখে গীত ও পরিবেশিত হতে হতে টিকে আছে। লোকগাথার শক্তিই এমন। এই কাহিনি প্রথম কে সংগ্রহ করেছিল, তা আর নির্ণয় করা সম্ভবপর হয়নি। অনেকের মতে, এটি ঝালকাঠি জেলায় জন্ম নিলেও এখন সকল বাঙালির সম্পদ। ময়মনসিংহ গীতিকার মতো এর আবেদনও সর্বজনীন হয়ে উঠেছে। অঞ্চলভেদে এই কাহিনির পাঠান্তর ঘটলেও মূল চেতনা অক্ষুন্ন রয়েছে।
দাদা, আর যাব না অই স্কুলে পড়তে’ গুনাইর কান্নাজড়িত সুরের এই গান দক্ষিণাঞ্চলের প্রতিটি মানুষ জানে। আর এই গান যেকোনো বাঙালির মনেই আলোড়ন তোলে। প্রচলিত এই লোকগাথাই কিস্সার আসরে পরিবেশিত হয়। একসময় এটি যাত্রার মঞ্চে উঠে আসে। কেবল গুনাইবিবির পালা পরিবেশনের জন্য বরিশাল অঞ্চলে কয়েকটি অ্যামেচার যাত্রাদলও গড়ে ওঠে একসময়।
যেহেতু এটি প্রচলিত লোকগাথা, তাই এর অনেক অসংগতিকে মেনে না উপায় থাকে না। এই কাহিনির রচয়িতা গ্রামের কোনো নিরক্ষর কথক। কাহিনিতে আছে গ্রামের পাঠশালায় পড়ে গুনাই ও তোতা। পাঠশালা অবশ্যই গ্রামীণ শিক্ষাপ্রতিষ্ঠান। গাছতলায় বসা পাঠশালায় অবশ্যই লোকজ আবহ রয়েছে। গুনাইবিবির কাহিনি নিঃসন্দেহে শতবর্ষ ধরে চলে আসছে। সেই সময় মুসলিম সমাজে সহশিক্ষার সুযোগ ছিল না বলেই জানি। কিন্তু ‘গুনাইবিবির তোতা-গুনাই একসঙ্গে পাঠশালায় পড়ে। নায়ক তোতা স্কুলে নায়িকা গুনাইকে খুব জ্বালাতন করে। তাই সে রাগে অভিমানে ভাইয়ের কাছে নালিশ করেন।
দাদা আর যাব না ঐ ইশকুলেতে ঐ ইশকুলেতে যেতে গেলে দাদা ঐ দাদা সম্মান বাঁচে না।
ঐ ইশকুলের তোতা মিয়া দাদা গো, গালি দিল মোরে দাদা আর যাব না ঐ ইশকুলেতে॥
গুনাইয়ের ভাই রফিক স্কুলের শিক্ষকের কাছে তোতার বিরুদ্ধে নালিশ করায় তোতাকে বেতের লাঠি দিয়ে পেটানো হয়। এতে গুনাই মর্মযাতনা অনুভব করে। প্রতিটি বেতের বাড়ি মনে হয় গুনাইয়ের পিঠে লাগে। স্কুল শেষে গুনাই অনুতাপ প্রকাশ করে তোতার কাছে। গুনাই তোতার ক্ষতস্থানে ওষুধের পাতা লাগিয়ে দেয়। তোতার কাছে গুনাই ক্ষমা চায়। এরপর দুজনের অনুরাগ জমে ওঠে। গ্রামের বিভিন্ন বাগানে তারা দেখা করে মনের কথা বলে। গানে গানে হৃদয়ের ভাব প্রকাশ করে।
নায়ক তোতার মা নেই। বাবা মৃত্যুশয্যায় চাচা দলিলুদ্দিনকে তোতার ভার দেয়। কিন্তু দলিলুদ্দিন তোতাকে লেখাপড়া শেখাতে চায় না। তার সম্পত্তি কেড়ে নেওযার ষড়যন্ত্র করে। একসময় চাচা দলিলুদ্দিন গুনাইয়ের দিকে দৃষ্টি দেয়। তাকে বিয়ের প্রস্তাব পাঠায় এই প্রস্তাব প্রত্যাখ্যাত হলে দলিলুদ্দিন ক্ষেপে ওঠে।
একসময় তোতার সঙ্গে গুনাইয়ের বিয়ের আয়োজন হলে দলিলুদ্দিন ক্ষেপে ওঠে। সে গুনাইয়ের এক ভাই খালেককে লোভ দেখিয়ে বড় ভাই রফিককে বিষ খাইয়ে মেরে ফেলার পরামর্শ দেয়। তোতা গুনাইয়ের বিয়ের অনুষ্ঠানে শোনা যায় চিরায়ত বিয়ের গান আজ বুজি তোরে যাবে লইয়া লো বুবুজান আজ বুজি তোরে যাবে লইয়া, শ্বশুরবাড়ি যাবি রে তুই ঘোমটা মাথায় দিয়া হলুদবরণ অঙ্গে দেব হলুদ মাখাইয়া, হায় হায়, সবাই মিলে দিবে তোরে গোছল করাইয়া,
বিয়ের আনন্দ- আয়োজনের ফাঁকে গুনাইয়ের ছোট ভাই বিষ খাইয়ে বড় ভাইকে মেরে ফেলে। পরে অনুতাপে দগ্ধ হয়ে খালেক নিজেও বিষপানে আত্মহত্যা করে পাপের প্রায়শ্চিত্ত করে। দুই ভাইকে হারিয়ে গুনাইকে কণ্ঠের সুরে ফুটে ওঠে হাহাকার ধ্বনি।
আগে যদি জানতাম গো দাদা জানতাম গো দাদা যাইবা গো ছাড়িয়া জন্ম আমি নিতাম না দাদা, তোমার বইন হইয়া, খালেকের মৃত্যুর পরে যে গানটি পরিবেশিত হয়, তা হলো ও দাদা খালেক রে, খালেক রে দাদা, করলি একি তুই, ভাইকে মারিলি নিজেও মরিলি এখন কী করি মুই কত সুখে ছিলাম গো আমি ছিলাম গো আমি তোমাদের আদর পাইয়া সেই কথা আজ মনে হইলে  আমার পরান যায় ফাটিয়া, গুনাই তোতার বিয়ের পরেও দলিলুদ্দিনের ষড়যন্ত্র থামে না। তোতার ঘর পুড়িয়ে দেয়। এখন কী আর করা, তোতা সংসার খরচ জোগানোর জন্য বরিশাল শহরে যেতে চাইলে গুনাই নিষেধ করে। নিষেধের বাণী ফুটে ওঠে গুনাইয়ের গান চাকরিতে না যাইও না রে বন্ধু চাকরিতে যাইও না চাকরির নামে বিদেশ যাইয়া ভুইলা থাইক না।
দলিলুদ্দিন গুনাইকে দেখার জন্য বাড়ির পাশে একটি বকুলগাছের আড়ালে দাঁড়িয়ে থাকে। তোতার গাছটি কেটে ফেলার জন্য মালিক কাঠুরিয়াকে ডাকে মালিক গাছচাপা পড়লে তাকে রক্ষা না করে বরং মেরে ফেলে তারপর পুলিশ ডেকে তোতাকে ধরিয়ে দেয়। তোতার ঠাঁই হয় বরিশালের কারাগারে। এইবার দলিলুদ্দিন গুনাইকে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। কিন্তু যাত্রার বিবেকের মতো এক দরবেশ দলিলুদ্দিনকে গানে গানে সত্তক করিয়ে দেয়। গুনাই এক যাকে। গাছে ডাকে কোকিল। কোকিলের ডাকে বিরহী গুনাইয়ের অন্তর কেঁদে ওঠে তাই গেয়ে ওঠে।
ও কোকিল ডাইকো না ডাইকো না ওই কদমের ডালে শত বসন্ত সুখের কালে আমার পতি নাই ঘরে একদিন গুনাইয়ের ঘরে ঢুকে দলিলুদ্দিন তার ইজ্জত লুটে নিতে চায়।
এই সময় দলিলের পোষা আমার পরান যায় ফাটিয়া॥
গুনাই তোতার বিয়ের পরেও দলিলুদ্দিনের ষড়যন্ত্র থামে না। তোতার ঘর পুড়িয়ে দেয়। এখন কী আর করা!
তোতা সংসার খরচ জোগানোর জন্য বরিশাল শহরে যেতে চাইলে গুনাই নিষেধ করে। নিষেধের বাণী ফুটে ওঠে গুনাইয়ের গান
চাকরিতে না যাইও না রে বন্ধু চাকরিতে যাইও না চাকরির নামে বিদেশ যাইয়া ভুইলা থাইক না। দলিলুদ্দিন গুনাইকে দেখার জন্য বাড়ির পাশে একটি বকুলগাছের আড়ালে দাঁড়িয়ে থাকে। তোতার গাছটি কেটে ফেলার জন্য মালিক কাঠুরিয়াকে ডাকে মালিক গাছচাপা পড়লে তাকে রক্ষা না করে বরং মেরে ফেলে তারপর পুলিশ ডেকে তোতাকে ধরিয়ে দেয়। তোতার ঠাঁই হয় বরিশালের কারাগারে। এইবার দলিলুদ্দিন গুনাইকে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে।
কিন্তু যাত্রার বিবেকের মতো এক দরবেশ দলিলুদ্দিনকে গানে গানে সত্তক করিয়ে দেয়। গুনাই এক যাকে। গাছে ডাকে কোকিল। কোকিলের ডাকে বিরহী গুনাইয়ের অন্তর কেঁদে ওঠে তাই গেয়ে ওঠে। ও কোকিল ডাইকো না ডাইকো না ওই কদমের ডালে
শত বসন্ত সুখের কালে আমার পতি নাই ঘরে একদিন গুনাইয়ের ঘরে ঢুকে দলিলুদ্দিন ‘তার ইজ্জত লুটে নিতে চায়। এই সময় দলিলের পোষা চামচা-ই প্রতিবাদী হয়ে ওঠে। সে গুনাইকে রক্ষা করে। তার পরামর্শে গুনাই বরিশাল যায় তোতার খোঁজ নিতে। মামির কণ্ঠে ভেসে আসে ভাটিয়ালি সুরে গঙ্গায় তরঙ্গ ঢেউ খেলে, ও বুবুজান গঙ্গায় তরঙ্গ ঢেউ খেলে॥ আগি দিয়া আসে ঢেউ,পাছা নায়ে ঠেলে আল্লার নাম জপোরে বাঁচিতে চাইলে॥ আল্লা বিনে গতি নাইরে জীবননদের ভেলে॥
বরিশাল এসে গুনাই জানতে পারে যে তোতাকে মৃত্যুদন্ড দেয়া হয়েছে। সে বিচারকের কাছে
পুনর্বিচারের আর্তি জানায়। বিচারক পুনঃতদন্তের নির্দেশ দিলে তোতা যে নির্দোষ তা প্রমাণিত হয়। দলিলুদ্দিন দোষী সাব্যস্ত হয়। গুনাই আর তোতা গ্রামে ফিরে আসে। অনেকে মনে করেন, গুনাই বিবির পালা একটি সত্য ঘটনাশ্রয়ী। ব্রিটিশ শাসনামলে ঝালকাঠির বর্ধিষ্ণু নবগ্রাম এলাকায় গুনাই ও তোতার প্রেম পরিণয়ের কাহিনি রচিত হয়। একেএম শহিদুল
হকের নাটকে তোতা মিয়ার পরিচয় দেওয়া হয়েছে বরিশালের শালগ্রামের জমিদারপুত্র হিসেবে। হুমায়ুন রহমানের সংগৃহিত কাহিনিতে এটি বরিশালের রূপাইনগর বলা হয়েছে। নতুন কোনো লেখক হয়তো নতুন কোনো গ্রামকে প্রেক্ষাপট হিসেবে বেছে নেবেন।
 এভাবেই এটি সমবেত লোক মানুষের রচনা হিসেবে গ্রাহ্য হয়ে উঠেছে। জানা যায়, গ্রাম্য ভাটকবিতন্ডার ধরনে এই কাহিনি প্রথম রচিত হয়। গ্রাম্য কবিরা সুর করে পড়ে শোনাত এবং হাটে হাটে ফেরি করে বিক্রি করত। একসময় এই কাহিনি নিয়ে রচিত হয় নাটক, যাত্রা ও চলচ্চিত্র। এই কাহিনি নিয়ে লেখা নাটকগুলোর মধ্যে গোলাম মোস্তফা মাসুমের গুনাইবিবি, চারুচন্দ্র রায় চৌধুরীর আসল গুনাইবিবি ও তোতা মিয়া, এ কে এম শহীদুল হকের ‘গুনাইবিবি’ উল্লেখযোগ্য। গুনাইবিবি কাহিনি অনেকে হাতে পড়ে বিকৃত হতে চলছিল বলে চারুচন্দ্র রায় চৌধুরী তার নাটকের নামের আগে আসল শব্দটি জুড়ে দেন। সম্প্রতি গুনাইবিবি নাটক মঞ্চস্থ হয় গৌরনদীতে। এর নাট্যরূপ দিয়েছেন জালালউদ্দিন। এছাড়া এই কাহিনি সংগ্রহ, সংকলন ও আলোচনা করেছেন
কবি জসীমউদ্দীন, সফদর আলী ভূঁইয়া, ড. সৈকত আসগর, মোহাম্মদ সাইফউদ্দিন, সিকদার আবুল বাশার, হুমায়ুন রহমান, ড. মিজান রহমান প্রমুখ গবেষক। গুনাইবিবির কাহিনি নিয়ে সর্বপ্রথমে কালজয়ী নির্মাতা শফি বিক্রমপুরী ১৯৬৫ সালে
দক্ষিণাঞ্চলের লোকজ প্রেমকাহিনি অবলম্বনে নির্মিত ‘গুনাই বিবি’ সিনেমাটি যৌথ প্রযোজনার মাধ্যমে প্রযোজনা করেন।
১৯৬৬ সালে দুটি চলচ্চিত্র নির্মিত হয়। সৈয়দ আউয়ালের চলচ্চিত্রের নাম গুনাইবিবি, বজলুর রহমানের চলচ্চিত্রের নাম গুনাইবিবি। আর ১৯৮৫ সালে হারুনুর রশীদ নির্মাণ করেন ‘গুনাই বিবি নামের রঙিন চলচ্চিত্র। তবে এসব চলচ্চিত্রের জন্য নতুন করে গানও রচিত হয়। হারুনুর রশীদের চলচ্চিত্রের জন্য ইন্দ্রমোহন রাজবংশী ও হাসান মতিউর রহমান গান রচনা করেন। সেগুলোও এখন গুনাইবিবির গান নামে প্রচলিত হয়ে উঠেছে। কিসসা, নাটক, যাত্রা, চলচ্চিত্র প্রভৃতি মাধ্যমে গুনাইবিবি-কাহিনি প্রতিনিয়ত ব্যাখ্যাত ও পরিমার্জিত হয়ে লোকমানসে স্থায়ী ও চিরায়ত রূপ ধারণ করেছে। এটি বরিশালের গন্ডি পেরিয়ে এখোন বাঙালির লোকসম্পদ হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
জনপ্রিয় সংবাদ

মুন্সীগঞ্জ সদর ইউএনওর চরডুমুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন

ঝালকাঠির নবগ্রামের শতবর্ষী রেইন্ট্রি গাছ নিয়ে গুনাই বিবি নাটকের রূপ কথার গল্প

আপডেট সময় ০৯:১৯:৪০ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪

 

মশিউর রহমান রাসেল, ঝালকাঠি প্রতিনিধিঃ- ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম বাজার সংলগ্ন খাল পাড়ে রয়েছে শতবর্ষি রেইন্ট্রি গাছ। গাছটিতে রয়েছে লোকনাটক গুনাইবিবির একটা পর্বের দৃশ্যও। যদিও গ্রামের লোকজন বল্ছেন এখানে আদৌ কোন পর্ব রেকর্ড হয়নি। পুরোটাই কাল্পনিক একটা লোককথা। যা এলাকাবাসীর কাছে রূপ কথার গল্পের ন্যায়।
এলাকার প্রবীণ শিক্ষিত শরীফ আবু সুফিয়ান আব্বাসী জানান, দাদার কাছে গুনাই বিবি নাটকের কাহিনী শুনেছি। কিন্তু নবগ্রামের রেইন্ট্রি গাছের নীচে বসে ও কোকিল ডাইকো না ডাইকো না ওই কদমের ডালে, শীত বসস্তের সুখের কালে আমার পতি নাই ঘরে গানটিতে নাটকের যে পর্বের কথা জনশ্রুতি রয়েছে, তা কাল্পনিক। একধরনের রূপকথার গল্পের মতো। ঝালকাঠির লোককথা / ইতিহাস ঐতিহ্যের গবেষক মুহাম্মদ আল আমীন বাকলাই জানান, ঝালকাঠি জেলা ব্র্যান্ডিং বুক করতে গিয়ে জনশ্রুতি অনুযায়ী ব্যাপক অনুসন্ধান চালিয়েছি। তাতে কোথাও গুনাই বিবির কোন স্মৃতি কিংবা গুনাই বিবি নাটকের কোন স্মৃতি কেউ বলতে পারেনি। তবুও মানুষের মুখে মুখে রূপকথার গল্পের ন্যায় অমলিন রয়েছে।
গুনাইবিবি বাংলার চিরায়ত লোকগাথা নয়। সত্য ঘটনাই গ্রাম্য লোককবির বয়ানে
পেয়েছে চিরায়ত রূপ। রবিশাল অঞ্চলে থেকে উৎসারিত যে দুটি কাহিনি সারা দেশে প্রচারিত ও জনগৃহীত তার মধ্যে আসমান সিংহ ও গুনাইবিবি উল্লেখযোগ্য।
গুনাইবিবি লোকমুখে গীত ও পরিবেশিত হতে হতে টিকে আছে। লোকগাথার শক্তিই এমন। এই কাহিনি প্রথম কে সংগ্রহ করেছিল, তা আর নির্ণয় করা সম্ভবপর হয়নি। অনেকের মতে, এটি ঝালকাঠি জেলায় জন্ম নিলেও এখন সকল বাঙালির সম্পদ। ময়মনসিংহ গীতিকার মতো এর আবেদনও সর্বজনীন হয়ে উঠেছে। অঞ্চলভেদে এই কাহিনির পাঠান্তর ঘটলেও মূল চেতনা অক্ষুন্ন রয়েছে।
দাদা, আর যাব না অই স্কুলে পড়তে’ গুনাইর কান্নাজড়িত সুরের এই গান দক্ষিণাঞ্চলের প্রতিটি মানুষ জানে। আর এই গান যেকোনো বাঙালির মনেই আলোড়ন তোলে। প্রচলিত এই লোকগাথাই কিস্সার আসরে পরিবেশিত হয়। একসময় এটি যাত্রার মঞ্চে উঠে আসে। কেবল গুনাইবিবির পালা পরিবেশনের জন্য বরিশাল অঞ্চলে কয়েকটি অ্যামেচার যাত্রাদলও গড়ে ওঠে একসময়।
যেহেতু এটি প্রচলিত লোকগাথা, তাই এর অনেক অসংগতিকে মেনে না উপায় থাকে না। এই কাহিনির রচয়িতা গ্রামের কোনো নিরক্ষর কথক। কাহিনিতে আছে গ্রামের পাঠশালায় পড়ে গুনাই ও তোতা। পাঠশালা অবশ্যই গ্রামীণ শিক্ষাপ্রতিষ্ঠান। গাছতলায় বসা পাঠশালায় অবশ্যই লোকজ আবহ রয়েছে। গুনাইবিবির কাহিনি নিঃসন্দেহে শতবর্ষ ধরে চলে আসছে। সেই সময় মুসলিম সমাজে সহশিক্ষার সুযোগ ছিল না বলেই জানি। কিন্তু ‘গুনাইবিবির তোতা-গুনাই একসঙ্গে পাঠশালায় পড়ে। নায়ক তোতা স্কুলে নায়িকা গুনাইকে খুব জ্বালাতন করে। তাই সে রাগে অভিমানে ভাইয়ের কাছে নালিশ করেন।
দাদা আর যাব না ঐ ইশকুলেতে ঐ ইশকুলেতে যেতে গেলে দাদা ঐ দাদা সম্মান বাঁচে না।
ঐ ইশকুলের তোতা মিয়া দাদা গো, গালি দিল মোরে দাদা আর যাব না ঐ ইশকুলেতে॥
গুনাইয়ের ভাই রফিক স্কুলের শিক্ষকের কাছে তোতার বিরুদ্ধে নালিশ করায় তোতাকে বেতের লাঠি দিয়ে পেটানো হয়। এতে গুনাই মর্মযাতনা অনুভব করে। প্রতিটি বেতের বাড়ি মনে হয় গুনাইয়ের পিঠে লাগে। স্কুল শেষে গুনাই অনুতাপ প্রকাশ করে তোতার কাছে। গুনাই তোতার ক্ষতস্থানে ওষুধের পাতা লাগিয়ে দেয়। তোতার কাছে গুনাই ক্ষমা চায়। এরপর দুজনের অনুরাগ জমে ওঠে। গ্রামের বিভিন্ন বাগানে তারা দেখা করে মনের কথা বলে। গানে গানে হৃদয়ের ভাব প্রকাশ করে।
নায়ক তোতার মা নেই। বাবা মৃত্যুশয্যায় চাচা দলিলুদ্দিনকে তোতার ভার দেয়। কিন্তু দলিলুদ্দিন তোতাকে লেখাপড়া শেখাতে চায় না। তার সম্পত্তি কেড়ে নেওযার ষড়যন্ত্র করে। একসময় চাচা দলিলুদ্দিন গুনাইয়ের দিকে দৃষ্টি দেয়। তাকে বিয়ের প্রস্তাব পাঠায় এই প্রস্তাব প্রত্যাখ্যাত হলে দলিলুদ্দিন ক্ষেপে ওঠে।
একসময় তোতার সঙ্গে গুনাইয়ের বিয়ের আয়োজন হলে দলিলুদ্দিন ক্ষেপে ওঠে। সে গুনাইয়ের এক ভাই খালেককে লোভ দেখিয়ে বড় ভাই রফিককে বিষ খাইয়ে মেরে ফেলার পরামর্শ দেয়। তোতা গুনাইয়ের বিয়ের অনুষ্ঠানে শোনা যায় চিরায়ত বিয়ের গান আজ বুজি তোরে যাবে লইয়া লো বুবুজান আজ বুজি তোরে যাবে লইয়া, শ্বশুরবাড়ি যাবি রে তুই ঘোমটা মাথায় দিয়া হলুদবরণ অঙ্গে দেব হলুদ মাখাইয়া, হায় হায়, সবাই মিলে দিবে তোরে গোছল করাইয়া,
বিয়ের আনন্দ- আয়োজনের ফাঁকে গুনাইয়ের ছোট ভাই বিষ খাইয়ে বড় ভাইকে মেরে ফেলে। পরে অনুতাপে দগ্ধ হয়ে খালেক নিজেও বিষপানে আত্মহত্যা করে পাপের প্রায়শ্চিত্ত করে। দুই ভাইকে হারিয়ে গুনাইকে কণ্ঠের সুরে ফুটে ওঠে হাহাকার ধ্বনি।
আগে যদি জানতাম গো দাদা জানতাম গো দাদা যাইবা গো ছাড়িয়া জন্ম আমি নিতাম না দাদা, তোমার বইন হইয়া, খালেকের মৃত্যুর পরে যে গানটি পরিবেশিত হয়, তা হলো ও দাদা খালেক রে, খালেক রে দাদা, করলি একি তুই, ভাইকে মারিলি নিজেও মরিলি এখন কী করি মুই কত সুখে ছিলাম গো আমি ছিলাম গো আমি তোমাদের আদর পাইয়া সেই কথা আজ মনে হইলে  আমার পরান যায় ফাটিয়া, গুনাই তোতার বিয়ের পরেও দলিলুদ্দিনের ষড়যন্ত্র থামে না। তোতার ঘর পুড়িয়ে দেয়। এখন কী আর করা, তোতা সংসার খরচ জোগানোর জন্য বরিশাল শহরে যেতে চাইলে গুনাই নিষেধ করে। নিষেধের বাণী ফুটে ওঠে গুনাইয়ের গান চাকরিতে না যাইও না রে বন্ধু চাকরিতে যাইও না চাকরির নামে বিদেশ যাইয়া ভুইলা থাইক না।
দলিলুদ্দিন গুনাইকে দেখার জন্য বাড়ির পাশে একটি বকুলগাছের আড়ালে দাঁড়িয়ে থাকে। তোতার গাছটি কেটে ফেলার জন্য মালিক কাঠুরিয়াকে ডাকে মালিক গাছচাপা পড়লে তাকে রক্ষা না করে বরং মেরে ফেলে তারপর পুলিশ ডেকে তোতাকে ধরিয়ে দেয়। তোতার ঠাঁই হয় বরিশালের কারাগারে। এইবার দলিলুদ্দিন গুনাইকে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। কিন্তু যাত্রার বিবেকের মতো এক দরবেশ দলিলুদ্দিনকে গানে গানে সত্তক করিয়ে দেয়। গুনাই এক যাকে। গাছে ডাকে কোকিল। কোকিলের ডাকে বিরহী গুনাইয়ের অন্তর কেঁদে ওঠে তাই গেয়ে ওঠে।
ও কোকিল ডাইকো না ডাইকো না ওই কদমের ডালে শত বসন্ত সুখের কালে আমার পতি নাই ঘরে একদিন গুনাইয়ের ঘরে ঢুকে দলিলুদ্দিন তার ইজ্জত লুটে নিতে চায়।
এই সময় দলিলের পোষা আমার পরান যায় ফাটিয়া॥
গুনাই তোতার বিয়ের পরেও দলিলুদ্দিনের ষড়যন্ত্র থামে না। তোতার ঘর পুড়িয়ে দেয়। এখন কী আর করা!
তোতা সংসার খরচ জোগানোর জন্য বরিশাল শহরে যেতে চাইলে গুনাই নিষেধ করে। নিষেধের বাণী ফুটে ওঠে গুনাইয়ের গান
চাকরিতে না যাইও না রে বন্ধু চাকরিতে যাইও না চাকরির নামে বিদেশ যাইয়া ভুইলা থাইক না। দলিলুদ্দিন গুনাইকে দেখার জন্য বাড়ির পাশে একটি বকুলগাছের আড়ালে দাঁড়িয়ে থাকে। তোতার গাছটি কেটে ফেলার জন্য মালিক কাঠুরিয়াকে ডাকে মালিক গাছচাপা পড়লে তাকে রক্ষা না করে বরং মেরে ফেলে তারপর পুলিশ ডেকে তোতাকে ধরিয়ে দেয়। তোতার ঠাঁই হয় বরিশালের কারাগারে। এইবার দলিলুদ্দিন গুনাইকে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে।
কিন্তু যাত্রার বিবেকের মতো এক দরবেশ দলিলুদ্দিনকে গানে গানে সত্তক করিয়ে দেয়। গুনাই এক যাকে। গাছে ডাকে কোকিল। কোকিলের ডাকে বিরহী গুনাইয়ের অন্তর কেঁদে ওঠে তাই গেয়ে ওঠে। ও কোকিল ডাইকো না ডাইকো না ওই কদমের ডালে
শত বসন্ত সুখের কালে আমার পতি নাই ঘরে একদিন গুনাইয়ের ঘরে ঢুকে দলিলুদ্দিন ‘তার ইজ্জত লুটে নিতে চায়। এই সময় দলিলের পোষা চামচা-ই প্রতিবাদী হয়ে ওঠে। সে গুনাইকে রক্ষা করে। তার পরামর্শে গুনাই বরিশাল যায় তোতার খোঁজ নিতে। মামির কণ্ঠে ভেসে আসে ভাটিয়ালি সুরে গঙ্গায় তরঙ্গ ঢেউ খেলে, ও বুবুজান গঙ্গায় তরঙ্গ ঢেউ খেলে॥ আগি দিয়া আসে ঢেউ,পাছা নায়ে ঠেলে আল্লার নাম জপোরে বাঁচিতে চাইলে॥ আল্লা বিনে গতি নাইরে জীবননদের ভেলে॥
বরিশাল এসে গুনাই জানতে পারে যে তোতাকে মৃত্যুদন্ড দেয়া হয়েছে। সে বিচারকের কাছে
পুনর্বিচারের আর্তি জানায়। বিচারক পুনঃতদন্তের নির্দেশ দিলে তোতা যে নির্দোষ তা প্রমাণিত হয়। দলিলুদ্দিন দোষী সাব্যস্ত হয়। গুনাই আর তোতা গ্রামে ফিরে আসে। অনেকে মনে করেন, গুনাই বিবির পালা একটি সত্য ঘটনাশ্রয়ী। ব্রিটিশ শাসনামলে ঝালকাঠির বর্ধিষ্ণু নবগ্রাম এলাকায় গুনাই ও তোতার প্রেম পরিণয়ের কাহিনি রচিত হয়। একেএম শহিদুল
হকের নাটকে তোতা মিয়ার পরিচয় দেওয়া হয়েছে বরিশালের শালগ্রামের জমিদারপুত্র হিসেবে। হুমায়ুন রহমানের সংগৃহিত কাহিনিতে এটি বরিশালের রূপাইনগর বলা হয়েছে। নতুন কোনো লেখক হয়তো নতুন কোনো গ্রামকে প্রেক্ষাপট হিসেবে বেছে নেবেন।
 এভাবেই এটি সমবেত লোক মানুষের রচনা হিসেবে গ্রাহ্য হয়ে উঠেছে। জানা যায়, গ্রাম্য ভাটকবিতন্ডার ধরনে এই কাহিনি প্রথম রচিত হয়। গ্রাম্য কবিরা সুর করে পড়ে শোনাত এবং হাটে হাটে ফেরি করে বিক্রি করত। একসময় এই কাহিনি নিয়ে রচিত হয় নাটক, যাত্রা ও চলচ্চিত্র। এই কাহিনি নিয়ে লেখা নাটকগুলোর মধ্যে গোলাম মোস্তফা মাসুমের গুনাইবিবি, চারুচন্দ্র রায় চৌধুরীর আসল গুনাইবিবি ও তোতা মিয়া, এ কে এম শহীদুল হকের ‘গুনাইবিবি’ উল্লেখযোগ্য। গুনাইবিবি কাহিনি অনেকে হাতে পড়ে বিকৃত হতে চলছিল বলে চারুচন্দ্র রায় চৌধুরী তার নাটকের নামের আগে আসল শব্দটি জুড়ে দেন। সম্প্রতি গুনাইবিবি নাটক মঞ্চস্থ হয় গৌরনদীতে। এর নাট্যরূপ দিয়েছেন জালালউদ্দিন। এছাড়া এই কাহিনি সংগ্রহ, সংকলন ও আলোচনা করেছেন
কবি জসীমউদ্দীন, সফদর আলী ভূঁইয়া, ড. সৈকত আসগর, মোহাম্মদ সাইফউদ্দিন, সিকদার আবুল বাশার, হুমায়ুন রহমান, ড. মিজান রহমান প্রমুখ গবেষক। গুনাইবিবির কাহিনি নিয়ে সর্বপ্রথমে কালজয়ী নির্মাতা শফি বিক্রমপুরী ১৯৬৫ সালে
দক্ষিণাঞ্চলের লোকজ প্রেমকাহিনি অবলম্বনে নির্মিত ‘গুনাই বিবি’ সিনেমাটি যৌথ প্রযোজনার মাধ্যমে প্রযোজনা করেন।
১৯৬৬ সালে দুটি চলচ্চিত্র নির্মিত হয়। সৈয়দ আউয়ালের চলচ্চিত্রের নাম গুনাইবিবি, বজলুর রহমানের চলচ্চিত্রের নাম গুনাইবিবি। আর ১৯৮৫ সালে হারুনুর রশীদ নির্মাণ করেন ‘গুনাই বিবি নামের রঙিন চলচ্চিত্র। তবে এসব চলচ্চিত্রের জন্য নতুন করে গানও রচিত হয়। হারুনুর রশীদের চলচ্চিত্রের জন্য ইন্দ্রমোহন রাজবংশী ও হাসান মতিউর রহমান গান রচনা করেন। সেগুলোও এখন গুনাইবিবির গান নামে প্রচলিত হয়ে উঠেছে। কিসসা, নাটক, যাত্রা, চলচ্চিত্র প্রভৃতি মাধ্যমে গুনাইবিবি-কাহিনি প্রতিনিয়ত ব্যাখ্যাত ও পরিমার্জিত হয়ে লোকমানসে স্থায়ী ও চিরায়ত রূপ ধারণ করেছে। এটি বরিশালের গন্ডি পেরিয়ে এখোন বাঙালির লোকসম্পদ হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।