ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ।
পবিত্র রমজান মাস উপলক্ষে সারাদেশে ন্যায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় নি¤œ আয়ের পরিবারের জন্য সরকার কর্তৃক টিসিবি’র পণ্য বিক্রয় উপলক্ষে ১৯ মার্চ শনিবার বিকেল ৪টায় গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং করেছেন।
উপজেলা অফিসার ক্লাবের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ বলেন, আগামী ২০ মার্চ সারাদেশে একযোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিম্ন আয়ের এক কোটি পরিবারের মাঝে টিসিবি’র পণ্য বিক্রয়ের উদ্বোধন করবেন। এতে গৌরীপুর উপজেলার ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নে ১৬ হাজার ৯১১জন্য পরিবারকে প্রথম ধাপে ২ কেজি চিনি, ২ কেজি মশুর ডাল ও ২ লিটার সয়াবিন তেল সহ ৪৬০ টাকা প্যাকেজে সরবরাহ করা হবে।
মালামাল বিতরণের সার্বিক বিষয়ে বিভিন্ন প্রশ্ন রাখেন, গৌরীপুর প্রেসক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসার, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন।
এসময় উপস্থিত ছিলেন, গৌরীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, উপজেলা নির্বাচন কর্মকর্তা সজল চন্দ্র সরকার, উপজেলা জনস্থাস্থ্য কর্যালয়ের উপ-সহকারি প্রকৌশলী সালাউদ্দিন সোহেল, গৌরীপুর থানার উপ পুলিশ পরিদর্শক মোঃ শাহ্জালাল, উপস্থিত ছিলেন, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কমল সরকার, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ, সাংবাদিক আরিফ আহম্মেদ, ওবায়দুর রহমান, হলি সিয়াম শ্রাবণ প্রমুখ।