প্রেস বিজ্ঞপ্তি
র্যাবের অভিযানে রাজধানীর বাড্ডা থানা এলাকা থেকে ‘‘বেপারী বাড়ী শ্রমজীবী সমবায় সমিতি নামক’’ ভূয়া প্রতিষ্ঠান সাজিয়ে নিম্ন আয়ের লোকদের প্রলোভন দেখিয়ে ২০ লক্ষ টাকা চাঁদা আত্মসাৎকারী প্রতারক মোঃ মিজানুর রহমান (৪৫) আটক; বিপুল পরিমান সদস্য ফরম ও রেজিস্টার জব্দ ।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত জঙ্গি, সাইবার ক্রাইম, সন্ত্রাসী, ছিনতাইকারী, মানবপাচারকারী, চাঁদাবাজ, নৈরাজ্যকারী, বিভিন্ন মামলার আসামী, অপহরণকারী, জালনোট ব্যবসায়ী, প্রতারকচক্র এবং চাঞ্চল্যকর অভিযান ছাড়াও বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র্যাব-৩ জানতে পারে যে, রাজধানীর বাড্ডা এলাকায় প্রতারক চক্র দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে লাভবান হওয়ার জন্য ‘‘বেপারী বাড়ী শ্রমজীবী সমবায় সমিতি নামক’’ ভূয়া প্রতিষ্ঠান সাজিয়ে নি¤œ আয়ের লোকদের প্রলোভন দেখিয়ে প্রতারণা পূর্বক বিপুল পরিমান অর্থ আত্মসাৎ করে আসছে। ৩। উক্ত ঘটনার সত্যতা যাচাই এর জন্য র্যাব-৩ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল ১৬/০৩/২০২২ তারিখ ১৭০০ ঘটিকার সময় রাজধানীর বাড্ডা থানাধীন পূর্ব বাড্ডা এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারক ১। মোঃ মিজানুর রহমান (৪৫), সাং-পূর্ব বাড্ডা, থানা-বাড্ডা, জেলা-ঢাকাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকালে ধৃত আসামীর নিকট হতে ১০ টি পাশ বই, ০২ টি রেজিষ্টার, ০২ টি ক্যালকুলেটর, ৫০ টি টাকা আদায়ের রশিদ, ৪০ টি সদস্য ফরম, ০১ টি মোবাইলফোন, ০২ টি সীমকার্ড এবং নগদ ৩,৫০০/-টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায় যে, সে ‘‘বেপারী বাড়ী শ্রমজীবী সমবায় সমিতি নামক’’ ভূয়া প্রতিষ্ঠান সাজিয়ে প্রতারণা পূর্বক ২০২০ সাল হতে নিম্ন আয়ের লোকজনের নিকট থেকে দৈনিক কিস্তি আদায় করে আসছে। উক্ত সমিতির কোন বৈধ রেজিষ্ট্রেশন বা সরকারী কোন অনুমোদন নেই। সে নিম্ন আয়ের লোকদের সরলতার সুযোগ নিয়ে তাদেরকে আর্থিকভাবে লাভবান হওয়ার প্রলোভন দেখিয়ে দৈনিক ২০ টাকা হারে টাকা জমা প্রদান করতে প্ররোচিত করে।
পরবর্তীতে সঞ্চয়ের বিপরীতে মোটা অংকের টাকা ফেরত প্রদানের আশ্বাসে আনুমানিক ৫০০ সদস্যের নিকট হতে গত ০২ বছর যাবৎ ২০ লক্ষ টাকা কিস্তি আদায় করে নিজ হেফাজতে রেখে ব্যক্তিগত কাজে ব্যবহার করে। এছাড়াও সমিতির সদস্যদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সদস্যরা পাওনা টাকার জন্য তার নিকট গেলে সে বিভিন্ন তালবাহানা করে এবং টাকা না দিয়ে তাদের সাথে দূর্ব্যবহার করে ও ভয়-ভীতি দেখিয়ে বিদায় করে দেয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা দায়ের করা হয়েছে। বীণা রানী দাস, পিপিএম (সেবা) অতিরিক্ত পুলিশ সুপার স্টাফ অফিসার (অপস্ধ ও ইন্ট শাখা) পক্ষে পরিচালক