আবদুল্লাহ আল মামুন যশোর প্রতিনিধি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে মনিরামপুর পৌর এলাকার বিজয়রামপুর মধ্যপাড়া মদিনাতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় ওয়াজ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৭ মার্চ বৃহস্পতিবার সকালে বিজয়রামপুর মধ্যপাড়া মাদ্রাসার ছাত্র ছাত্রীদের নিয়ে বঙ্গবন্ধুর জিবন শীর্ষক আলোচনা সভা গজল ওয়াজ ও সকল বীর মুক্তিযোদ্ধা শহিদদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
অনুষ্ঠানে ওয়াজ গজল ও দোয়া পরিচালনা করেন বিজয়রামপু্র মধ্যপাড়া মদিনাতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মোঃ আব্দুল্লাহ আল মামুন।
এসময় হাফেজ মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন যার জন্য পেয়েছি দেশ পেয়েছি স্বাধীনতা কি করে ভুলি সেই মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা।
আমরা বঙ্গবন্ধু সহ সমস্ত বীর মুক্তিযোদ্ধা ও দেশের জন্য যারা শহীদ হয়েছেন সবার রুহের মাগফিরাত কামনা করি এবং আল্লাহ পাক যেন সমস্ত রকম বালা মুসিবত সহ সকল ষড়যন্ত্র থেকে দেশ ইসলাম ও আলেমদের হেফাজত করেন।