ব্রাক্ষনবাড়িয়া প্রতিনিধি
ব্রাক্ষনবাড়িয়া বিজয়নগরে ইসলামপুর আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে র্যালী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃতি,কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে কলেজের অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে ও প্রভাষক আহমেদুর রহমান বিনকাশ এর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন কলেজের সভাপতি জেলা আওয়ামী লীগ নেতা কাজী হারিছুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোহাম্মদ জহির উদ্দিন, ওসি তদন্ত রঞ্জন কুমার ঘোষ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো,জিয়াদুল হক বাবু, অভিভাবক সদস্য ইজাজুর রহমান রাকিব প্রমুখ।