ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি,
আগামী বৃহস্পতিবার (১৭ মার্চ) থেকে শনিবার (১৯ মার্চ) পর্যন্ত টানা তিন দিন বন্ধ থাকবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম।
এরমধ্যে ব্যবসায়ীরা দুইদিনের বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন এবং মাঝখানে একদিন শুক্রবার সাপ্তাহিক বন্ধ রয়েছে। সব মিলিয়ে টানা তিনদিন আখাউড়া স্থলবন্দর বন্ধ থাকবে।
আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান আহমেদ খলিফা এবং আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামে স্বাক্ষরিত একটি নোটিশ থেকে এমন তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১৭ মার্চ ও পবিত্র শবে বরাত উপলক্ষে ১৯ মার্চ বন্দরের আমদানি-রফতনিসহ বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে।
তবে এ সময়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।