মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভোজ্য তেলের মূল্য নিয়ন্ত্রণে রাখতে গত সোমবার উপজেলা সদর ও সাহেবাবাদ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন। এসময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে তেল বিক্রির অপরাধে ৬ ব্যবসায়ীকে ২ লক্ষ টাকা অর্থদন্ড করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাজারে ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে গত সোমবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন। এসময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে তেল বিক্রির অপরাধে সাহেবাবাদ বাজারের হাজী সিরু মিয়া স্টোরের এর সত্ত্বাধিকারী আমিনুল ইসলামকে ৪০,০০০ টাকা, বাহার স্টোরের মোঃ দেলোয়ার হোসেনকে ৪০,০০০/- টাকা, পরশমনি স্টোরের শাহজালালকে ৩০,০০০/- টাকা ও আলম স্টোরের মোঃ আলমকে ৪০,০০০/- টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। এছাড়াও, উপজেলার সদর বাজারের ইউনুছ স্টোরের মালিক ইউনুছ মিয়াকে ২৫,০০০/- টাকা, এবং নাঈম স্টোরের মালিক আমির হোসেনকে ২৫,০০০/- টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।