মোঃ হাফিজুর রহমান, টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা ও কেক কেটে জাতীয় শ্রমিক লীগের ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১২ টায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন শ্রমিক লীগ গোপালগঞ্জ জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ।
পরে সমাধি সৌধের ৩ নং গেটে ৫ পাউন্ডের কেক কেটে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন তারা।
এর আগে শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু সহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা।
এসময় শ্রমিক লীগ গোপালগঞ্জ জেলা শাখার আহ্বায়ক রেজাউল শিকদার রাজু, গোপালগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি সিকদার জাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা (রাজ), টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি চাঁন মিয়া, সাধারণ সম্পাদক শেখ লাবু, পৌর শ্রমিক লীগের সভাপতি ফায়েক শেখ সহ শ্রমিক লীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।