মোঃ সারোয়ার হোসেন অপু, বদলগাছী উপজেলা, (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁ বদলগাছি সদর ইউপির ভাতসাইল দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির নির্বাচনে সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম মন্ডল (১নং ইউপি, বদলগাছী) প্রতিনিধিদের কাছে বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেনের (১নং ইউপি বদলগাছী) প্রতিনিধিদের বিপুল ভোটে ধরাশায়ী হয়েছে।
জানা যায়, ২১ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার বদলগাছী ১নং ইউপি অধীন ভাতসাইল দ্বিমুখী উচ্চু বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন এবং সভাপতি নির্বাচিত করার তাগিদে সাধারণ অভিভাবকদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উক্ত ভোটে সাবেক চেয়ারম্যান সমর্থিত প্রার্থী এবং বর্তমান চেয়ারম্যান সমর্থিত প্রার্থীদের মধ্যে একটি উৎসব মুখর এবং অংশগ্রহণ মূলক নির্বাচন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বৈকাল ৫টা পর্যন্ত এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
উক্ত নির্বাচনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন, ১০ জন এর মধ্যে সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম সমর্থিত প্রার্থী ছিল চার জন পক্ষান্তরে বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেনের প্রার্থী ছিল চার জন। আর একজন স্বতন্ত্র প্রার্থী ছিল এবং সংরক্ষিত মহিলা আসনে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
উপরিক্ত চার আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বী ছিলেন, নয় জন এর মধ্যে তিনজন সাবেক চেয়ারম্যান আব্দুস সালামের সমর্থিত প্রার্থী বিপুল ভোটে (বেসরকারি ভাবে) জয়লাভ করেন এবং বাকি একজন বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন সমর্থিত প্রার্থী (উভয় সাধারণ অভিভাবক ভোটে) নির্বাচিত হন এবং মহিলা সংরক্ষিত আসনে একজন নির্বাচিত হন যা সাবেক চেয়ারম্যান সমর্থিত প্রার্থী। সেই সাথে সাধারণ শিক্ষকদের প্রতিনিধি নির্বাচন ও অনুষ্ঠিত হয়। যা দুইজনের বিপরীতে ছিল পাঁচজন এখানেও সাবেক চেয়ারম্যান সমর্থিত প্রার্থী নির্বাচিত হয়। এই নির্বাচিত প্রার্থীদের সমর্থনের মধ্য দিয়ে এখন কমিটির সভাপতি নির্ধারিত হবে যা সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম মন্ডল হতে যাচ্ছেন।
এ বিষয়ে আব্দুস সালাম মণ্ডল কে জিজ্ঞেস করলে তিনি জানান, ভাতসাইল দ্বিমুখী উচ্চ বিদ্যালয় অনেক পুরনো এবং ঐতিহ্যবাহী একটা বিদ্যাপীঠ। তিনি বলেন তিনি সভাপতি নির্বাচিত হইলে সর্বপ্রথম শিক্ষার মান উন্নয়ন এর সাথে স্কুলের সার্বিক অবকাঠাম মূলক উন্নয়নে তিনি অগ্রজ হিসেবে কাজ করবেন।
এ বিষয়ে স্থানীয় জ্ঞানী গুণী ব্যক্তিত্বরা মন্তব্য করেন, মূলত ম্যানেজিং কমিটির কাজটাই হইলো ইস্কুলের পড়াশুনা ঠিকঠাক হচ্ছে কি না, শিক্ষক এবং ছাত্রছাত্রী যথাসময়ে উপস্থিত হচ্ছে কিনা সে বিষয়ে ছাত্রছাত্রীদের থেকে অভিমত নেওয়া এবং শিক্ষক মন্ডলী এবং ম্যানেজিং কমিটির সার্বিক সমন্বয়ের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানকে একটা আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা এবং শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নমূলক বাস্তব করা।