নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সোনাইমুড়িতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
নিহত মোটরসাইকেল আরোহী জয়নুল আবদিন (১৬) সে সোনাইমুড়ি উপজেলার শিমুলিয়া গ্রামের শামসুদ্দিনের ছেলে।
রোববার (১৩ মার্চ) সকাল ১০টার দিকে সোনাইমুড়ি পৌরসভা পাপুয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জয়নাল আবদীন ও অপর এক মোটর সাইকেল আরোহী সোনাইমুড়ী বাজারে যাওয়ার সময় তাদের মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। গুরুত্বর আহত অবস্থায় দুই জনকে উদ্ধার করে স্থানীয়রা নোয়াখালী সদর হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জয়নুল আবদিনকে মৃত ঘোষণা করে।
সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। আহত একজনের চিকিৎসা চলতেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।