দেলোয়ার হোসেন সোহেল
বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে রাজশাহী তানোরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার তানোর গোল্লাপাড়া বাজার আওয়ামী লীগের দলীও পাটি অফিসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাঈনুল ইসলাম স্বপনের সভাপতিত্ব ও সঞ্চালনা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিব সরকার।
দোয়া ও আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, তানোর উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
কামারগাঁ ইউপি আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বি ফরাদ। পাঁচন্দর ইউপি আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন। বাধাইড় ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আতাউর রহমান।
উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আবুল বাশার সুজন। তালন্দ ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু।
উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রামিল হাসান সুইট। মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুন্টু সহ তানোর উপজেলা আওয়ামী লীগ সহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।