আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ কালীগঞ্জে চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ে যথাযথ মর্যাদায় পালিত হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জীবন মরণের সাথী উপমহাদেশের নারী মুক্তি আন্দোলনের পথিকৃৎ মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মদিন।
মঙ্গলবার বিকাল ৩ ঘটিকার সময় চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের অফিস রুমে উপমহাদেশের নারী মুক্তি আন্দোলনের পথিকৃৎ মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মদিন উপলক্ষে কেক কাটা সহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব মো: আবু আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক জনাব মো: হারুন অর রশিদ, সহকারী শিক্ষক মো: আব্দুল ওহাব, সহকারী শিক্ষক মো: অহিদুর রহমান, সহকারী শিক্ষক বিশারত আলী, সহকারী শিক্ষক বসির উদ্দিন, সহকারী শিক্ষক আজিজুর রহমান, সহকারী শিক্ষিকা পম্পা ভৌমিক, সহকারী শিক্ষক বিপুল কুমার, সহকারী শিক্ষক শ্যামল কুমার, সহকারী শিক্ষক এস এম টিপু, সহকারী শিক্ষক মো: সুমন আলী, সহকারী শিক্ষক হামিদা খাতুন, সহকারী শিক্ষক আইরিন আক্তার, সহকারী শিক্ষক শারমিন খাতুন, অফিস সহকারী সামসুল আলম, অন্যান্য সহকারী শিক্ষক ও কর্মচারীবৃন্দ সহ অত্র প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।