আব্দুল্লাহ আল মামুন, যশোর জেলা প্রতিনিধি :
যশোরের মনিরামপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের ৯৪ তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে মনিরামপুর কেন্দ্রীয় বঙ্গবন্ধু মূরালে পুষ্পস্তবক অর্পন করেন আওয়ামীলীগের নেতৃবৃন্দ। বিকেলে মনিরামপুর পৌরসভা চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যাপক কাজী মাহমুদুল হাসান এর সভাপতিত্বে, সাবেক ছাত্রলীগ নেতা মুরাদুজ্জামান মুরাদ এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহ্বায়ক ও ভাইস-চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, তরুণ আওয়ামী লীগ নেতা সমাজসেবক ও বলিষ্ঠ কণ্ঠস্বর এ্যাডভোকেট বশির আহমেদ খান, জেলা পরিষদের সদস্য গৌতম চক্রবর্তী, বক্তব্য রাখেন মনিরামপুর পৌর যুবলীগের সংগ্রামী সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম লুৎফর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, তাসরিন সুলতানা সুভা যুবলীগ নেতা ও কাউন্সিলর আজিম হোসেন, শ্রমিক লীগের আহবাহক বাবু চিন্ময় মজুমদার, কৃষক শ্রমিক বাস্তহারা লীগের সংগ্রামী সভাপতি মোঃ মাহবুবুর রহমান, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, উপজেলা প্রেসক্লাব মনিরামপুর এর সাধারণ সম্পাদক টিপু সুলতান, যুবলীগ নেতা গাজী আসাদ সহ বিভিন্ন পর্যায়ের নেতা-নেত্রী বৃন্দ সুধীজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।