আব্দুর রহমান ঈশান, নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনায় নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ৯টায় নেত্রকোনা মোক্তারপাড়া মুক্তমঞ্চে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ, জেলা পরিষদ চেয়ারম্যান অসিত কুমার সরকার সজল, জেলা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মানিক। এছাড়াও জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।
পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে, জেলা প্রশাসক শাহেদ পারভেজের সভাপতিত্বে বঙ্গমাতা জীবন ও কর্মের নানা দিক তুলে ধরে আলোচনা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।