আব্দুল্লাহ আল মামুন যশোর জেলা প্রতিনিধি :
নানা আয়োজনের মধ্য দিয়ে মণিরামপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদ্যাপিত হয়েছে।
৫ আগস্ট শনিবার বিকেলে মণিরামপুর পৌরসভা চত্বরে যুবলীগ নেতা আজিম হোসেন এর পরিচালনায় উপজেলা যুবলীগের আহ্বায়ক ও ভাইস-চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন তরুণ আওয়ামীলীগ নেতা এ্যাডভোকেট বশির আহমেদ খান, এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য গৌতম চক্রবর্তী, তাসরিন সুলতানা শোভা, পৌর যুবলীগের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম লুৎফর রহমান, কাউন্সিলর সুমন দাস, যুবলীগ নেতা গাজী আসাদ, শামীম আক্তার,ডলার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম টিপু সুলতান সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ। অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা প্রেসক্লাব মণিরামপুর এর ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ আব্দুল্লাহ আল মামুন।