মোঃ সারোয়ার হোসেন অপু, বদলগাছী, (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট ক্রীড়া সংগঠক শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে (৫ আগস্ট) শনিবার সকাল সাড়ে ৯ টায় বদলগাছী উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ডাকবাংলো মোড় এ পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বদলগাছী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু খালেদ বুলুর সভাপতিত্বে, উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক মোঃ বাবর আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম মন্ডল, সাংগঠনিক সম্পাদক শ্রীঃ ভগিরত কুমার মন্ডল, সদস্য মামুনুর রশীদ সুইট, উপজেলা যুবলীগের সহ সভাপতি মোঃ মনিরুল ইসলাম সাজু, সাধারণ সম্পাদক মোঃ জনি আলম, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ মেহেদী হাসান সবুজ, প্রচার সম্পাদক মোঃ রাজু আহমেদ শ্যামল,সদস্য নাসির উদ্দীন দর্পন,দপ্তর সম্পাদক মোঃ মোনায়েম হোসেন সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সুব্রত কুমার মন্ডল, প্রচার সম্পাদক সাব্বির আহমেদ ,উপজেলা কৃষক লীগের সভাপতি সানাউল ইসলাম হিরো, সাবেক ছাত্রনেতা শ্রীঃ উজ্জ্বল কুমার মন্ডল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হোসেন, বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সালমান হোসেন, সাধারন সম্পাদক মোঃ সাখোয়াত হোসেন কৃষকলীগের প্রচার সম্পাদক মোঃ বকুল মোল্লা সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা শেখ কামালের জীবনী থেকে স্মৃতিচারণ করে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল (৫ আগস্ট ১৯৪৯) সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিনি মুক্তিবাহিনীর অন্যতম সংগঠক ছিলেন। যুদ্ধকালীন সময়ে তিনি মুহাম্মদ আতাউল গণি ওসমানীর এইড ডি ক্যাম্প (এডিসি) হিসেবে কাজ করেন। ১৯৭৫ সালের ১৪ জুলাই তিনি ক্রীড়াবিদ সুলতানা খুকিকে বিয়ে করেন। তিনি ঢাকা আবাহানী লিমিটেডের প্রতিষ্ঠাতা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তিনি সামরিক অভ্যুত্থানে নিহত হন। আলোচনা সভায় বক্তারা শেখ কামালের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।