আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ কালীগঞ্জে যথাযথ মর্যাদায় পালিত হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪ তম জন্মদিন উদযাপন।
শনিবার সকাল ৮ ঘটিকার সময় কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কতৃক আয়োজিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪ তম জন্মদিন উপলক্ষে কালীগঞ্জ উপজেলা পরিষদে শেখ কামালের প্রতিকীতে ফুলেল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং বিকাল ৪ ঘটিকার কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে কেক কাটা সহ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা জনাব মোঃ আনোয়ারুল আজীম আনার এমপি মহাদয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ পৌরসভার মেয়র জনাব আশরাফুল আলম আশরাফ, কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, কালীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন, কালীগঞ্জ পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব ফরিদ খান, কালীগঞ্জ পৌর যুবলীগের আহবায়ক জনাব শফিকুজ্জামান রাসেল, কালীগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব রুবেল হোসেন, কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জনাব নাজমুল হাসান নাজিম, কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন, কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাবেদ হোসেন জুয়েল, কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াজ মোল্লা, সরকারি মাহতাব উদ্দিন কলেজ ছাত্রলীগের অন্যতম সংগঠক আব্দুস সালাম (জয়) সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু।