প্রেস বিজ্ঞপ্তি
নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা এলাকা হতে কুখ্যাত খুনি ও চাষাড়ার রুবেল হত্যা মামলার পলাতক আসামী ইয়াকুব আলী @ শুভ আহম্মেদ আকাশ @ রগ কাটা আকাশ ” র্যাব-১১ কর্তৃক গ্রেফতার।
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ধঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এাছাড়াও বিভিন্ন চাঞ্চল্যকর এবং আলোচিত অপরাধের অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। নিবিড় গোয়েন্দা নজরদারী ও পরিকল্পিত আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধী গ্রেফতার এবং আইনের আওতায় এনে র্যাব ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল অদ্য ০৫ আগস্ট ২০২৩ খ্রিষ্টাব্দ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন সস্তাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে রুবেল হত্যা মামলার পলাতক আসামী কুখ্যাত খুনি ইয়াকুব আলী @ শুভ আহম্মেদ আকাশ @ রগ কাটা আকাশ (৩৮) কে গ্রেফতার করে।
ঘটনা সূত্রে ও প্রাথমিক অনুসন্ধনে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী ইয়াকুব আলী @ শুভ আহম্মেদ আকাশ @ রগ কাটা আকাশ ও তার সহযোগীরা মিলে পরিকল্পিতভাবে নিহত ভিকটিম রুবেলকে হত্যা করে। হত্যার পর আসামীরা আইন শৃংখলা বাহিনীর নজরদারীর বাহিরে গ্রেফতার এড়াতে নিজেরা আত্মগোপন চলে যায় এবং পলাতক থাকে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানা ইস্যু হলে র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জের একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় পরোয়ানায় বর্ণিত আসামী ও কুখ্যাত খুনি ইয়াকুব আলী @ শুভ আহম্মেদ আকাশ @ রগ কাটা আকাশ (৩৮), পিতা- মৃত আবুল কাশেম, মাতা-মোছাঃ সাজেদা বেগম,এ/পি সাং-ইসদাইর বুড়ির দোকান (নুরুল আমিন এর বাড়ীর ভাড়াটিয়া), থানা-ফতুল্লা মডেল, জেলা-নারায়ণগঞ্জ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী ইয়াকুব আলী @ শুভ আহম্মেদ আকাশ @ রগ কাটা আকাশ (৩৮) এর পিসিপিআর যাচাই করে দেখা যায় যে, তিনি মাদক ব্যবসায়ী ছিলেন এবং তার বিরুদ্ধে একই থানায় মাদকের একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামী ইয়াকুব আলী @ শুভ আহম্মেদ আকাশ @ রগ কাটা আকাশ (৩৮) কে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য হস্তান্তর করা হয়েছে। –বার্তা প্রেরক– কাজী শাহাবুদ্দিন আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার সিনিঃ সহকারী পরিচালক ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ। মোবাইল-০১৭৭৭৭১১১১১